কারুবাক ডেস্ক :
চলে গেলেন সংগীতশিল্পী ড. অনুপ ঘোষাল। শুক্রবার কলকাতায় নিজ বাসভবনে মারা যান তিনি। মৃত্যুকালে গায়কের বয়স হয়েছিল ৭৮ বছর। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। জানা গেছে, বার্ধক্যজনিত রোগেই মারা গেছেন অনুপ।
মূলত নজরুলগীতির জন্যই সংগীতজগতে সুনাম কুড়িয়েছিলেন অনুপ ঘোষাল। তবে সত্যজিৎ রায় পরিচালিত ‘গুপী গাইন বাঘা বাইন’, ‘হীরক রাজার দেশে’র মতো চলচ্চিত্রে গানের সৌজন্যে তুমুল জনপ্রিয়তা পান তিনি। তাঁর গাওয়া তাঁর গানগুলো আজও মানুষের মুখে মুখে।
এছাড়াও বাংলা, হিন্দিসহ নানা ভাষার চলচ্চিত্রে সংগীতপরিবেশন করেছেন অনুপ ঘোষাল। এর পাশাপাশি তপন সিনহা পরিচালিত ‘সাগিনা মাহাতো’ চলচ্চিত্রে তিনি প্রথমবার সংগীতপরিচালক হিসাবে কাজ করেন। ১৯৮০ সালে সেরা গায়ক হিসাবে জাতীয় পুরস্কারও জেতেন তিনি।
১৯৬৬-৬৭ সালে অনুপ প্রথম ‘সংগীত ভারতী ডিগ্রি পরীক্ষার’ (ক্লাসিক্যাল মিউজিক) এবং প্রথম স্বর্ণপদক লাভ করে।
তিনি ১৯৬৬-৬৭ সালে জাতীয় পণ্ডিত হিসেবে নির্বাচিত হন (শাস্ত্রীয় সংগীতে সর্বোচ্চ অবদান)। অনুপ প্লেব্যাক গায়ক হিসাবে চলচ্চিত্রে প্রথম কাজ করেন ১৯ বছর বয়সে। কিংবদন্তি সত্যজিৎ রায় এর ‘গোপী গাইন বাঘা বাইন’ সিনেমার গান গেয়েছিলেন। ১৯৮১ সালে ‘হিরক রাজার দেশে’ গানের মাধ্যমে জাতীয় পুরস্কার লাভ করেন। তিনি বিভিন্ন বাঙালি এবং হিন্দি চলচ্চিত্র ছাড়াও ভোজপুরি ও আসামের ভাষায় গান গেয়েছেন।
১৯৮৩ সালের একাধিক বিভাগে পুরস্কার প্রাপ্ত হিন্দি চলচ্চিত্র ‘মাসুম’-এ গান গেয়ে তুমুল প্রশংসিত হয়েছেন। ‘মাসুম’-এর ‘তুঝসে নারাজ নেহি জিন্দেগি’ গানটি অবিস্মরণীয় করে তোলেন তিনি।
সঙ্গীতজগতে সাফল্যের পর অনুপ পা রেখেছিলেন রাজনীতিতেও। ২০১১ সালে তৃণমূলের হয়ে উত্তরপাড়া বিধানসভায় বিধায়ক নির্বাচিত হয়েছিলেন তিনি। এরপর হঠাৎ করেই রাজনীতি থেকে সরে আসেন এই গায়ক। তবে রাজনীতি থেকে সরে এলেও মমতা ব্যানার্জির সঙ্গে কখনও দূরত্ব তৈরি হয়নি তাঁর। বরাবরই অনুপ ও তাঁর পরিবারের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছেন মমতা।
অনুপ ঘোষালের মৃত্যুসংবাদ পাওয়ার পর শোকপ্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘অনুপ ঘোষালের প্রয়াণে সংগীতজগতের অপূরণীয় ক্ষতি হল। আমি তাঁর আত্মীয়-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’
২০১১ সালে অনুপ ঘোষালকে ‘নজরুল স্মৃতি পুরস্কার’ ও ২০১৩ সালে ‘সংগীতমহাসম্মান’ প্রদান করেছে পশ্চিমবঙ্গ সরকার। সুদীর্ঘ সংগীত জীবনে পেয়েছেন অসংখ্য পুরস্কার। বিভিন্ন সংগীত কনসার্টের জন্য ইউকে, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, জার্মানি ভ্রমণ করেছেন অনুপ ঘোষাল। ভারতবর্ষ ছারাও সে বিদেশেও সমানভাবে প্রশংসা পেয়েছে। তিনি ভারতীয় মিউজিকাল সংস্কৃতির প্রচারের জন্য পশ্চিমা দেশগুলিতে এখনও যান।