2:02 pm, Sunday, 10 November 2024

আবারও ঢাকা মাতাতে আসছেন নচিকেতা

  • কারুবাক
  • আপডেটের সময় : ১২:০৩:২৭ অপরাহ্ন, বুধবার, ৫ জুন ২০২৪
  • 103 ভিউ
শেয়ার করুন

কারুবাক ডেস্ক

আগামী ২৬ জুলাই রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হবে ‘নচিকেতা লাইভ ইন ঢাকা ভলিউম টু’ শিরোনামের কনসার্ট। আজব কারখানা আয়োজিত এই কনসার্টে নচিকেতার সঙ্গে থাকবেন জয় শাহরিয়ার। সোমবার আজব কারখানার ফেসবুক পেজে নচিকেতার কনসার্টের বিষয়টি জানানো হয়।

জানা গেছে, এবারও নচিকেতার সঙ্গে থাকবেন আয়োজক প্রতিষ্ঠানটির সিইও এবং সংগীতশিল্পী জয় শাহরিয়ার। প্রথম কনসার্টে নচিকেতার সঙ্গে গেয়েছিলেন তিনি। সেই কনসার্টে নচিকেতা গানের মধ্য দিয়ে জানান যুদ্ধ বন্ধের আহ্বান।

#
জনপ্রিয়

আবারও ঢাকা মাতাতে আসছেন নচিকেতা

আপডেটের সময় : ১২:০৩:২৭ অপরাহ্ন, বুধবার, ৫ জুন ২০২৪
শেয়ার করুন

কারুবাক ডেস্ক

আগামী ২৬ জুলাই রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হবে ‘নচিকেতা লাইভ ইন ঢাকা ভলিউম টু’ শিরোনামের কনসার্ট। আজব কারখানা আয়োজিত এই কনসার্টে নচিকেতার সঙ্গে থাকবেন জয় শাহরিয়ার। সোমবার আজব কারখানার ফেসবুক পেজে নচিকেতার কনসার্টের বিষয়টি জানানো হয়।

জানা গেছে, এবারও নচিকেতার সঙ্গে থাকবেন আয়োজক প্রতিষ্ঠানটির সিইও এবং সংগীতশিল্পী জয় শাহরিয়ার। প্রথম কনসার্টে নচিকেতার সঙ্গে গেয়েছিলেন তিনি। সেই কনসার্টে নচিকেতা গানের মধ্য দিয়ে জানান যুদ্ধ বন্ধের আহ্বান।