‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ ১৯৭১: ইউনাইটেড ফ্রেন্ডস অব বাংলাদেশ’ বইটির আলোচনায় রচেস্টার বিশ্ববিদ্যালয়ের ওয়ার্নার স্কুল অব এডুকেশনের সেমিনার কক্ষে ফুলব্রাইট ডিএই-প্রাপ্ত ১২টি দেশের ১৭ জন শিক্ষক প্রতিনিধিরাছবি: সংগৃহীত
‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ ১৯৭১: ইউনাইটেড ফ্রেন্ডস অব বাংলাদেশ’ বইটির নিয়ে ৬ ডিসেম্বর প্রাণবন্ত আলোচনা হয়েছে নিউইয়র্কের ব্রাইটন শহরের কাউন্সিল রক প্রাইমারি স্কুলে। এ আলোচনার মাধ্যমে শিক্ষার্থীরা জানতে পারে, অস্ত্রের চেয়ে শক্তিশালী হলো মানুষের ভালোবাসার ক্ষমতা। মুগ্ধ হয়ে শিক্ষার্থীরা শুনল ৫০ বছরের আগের সেই ঐতিহাসিক কনসার্টের কথা।
যুদ্ধের বিপরীতে শান্তি স্থাপন করাই বন্ধুত্বের নিদর্শন। পরের দিন ৭ ডিসেম্বর রচেস্টার বিশ্ববিদ্যালয়ের ওয়ার্নার স্কুল অব এডুকেশনের সেমিনার কক্ষে ফুলব্রাইট ডিএই-প্রাপ্ত ১২টি দেশের ১৭ জন শিক্ষক প্রতিনিধির উপস্থিতি বইটির আলোচনা অনুষ্ঠিত হয়।
‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ ১৯৭১: ইউনাইটেড ফ্রেন্ডস অব বাংলাদেশ’ বইটির প্রাণবন্ত আলোচনা শুনছে নিউইয়র্কের ব্রাইটন শহরের কাউন্সিল রক প্রাইমারি স্কুলের শিক্ষার্থীরাছবি: সংগৃহীত
অনুষ্ঠানের আবু সাঈদ ও প্রিয়জিৎ দেব সরকারের ‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ ১৯৭১: ইউনাইটেড ফ্রেন্ডস অব বাংলাদেশ’ বইয়ের আলোচনা শুনে সবাই আবেগাপ্লুত হন। বিশেষত নিউইয়র্কে ম্যাডিসন স্কয়ার গার্ডেন এই অনুষ্ঠিত ‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ’-এর গভীর আবেদন সবার হৃদয় স্পর্শ করে।
আলোচনায় উঠে আসে কনসার্টটির রাজনৈতিক ও আর্থসামাজিক তাৎপর্য নিয়ে! সাংস্কৃতিক, কূটনৈতিক অনন্য দৃষ্টান্ত বিষয়ে ইংরেজি ভাষায় প্রকাশিত বইটি বিজয়ের মাসে ভিন্ন দেশ, ভাষা ও সংস্কৃতির মানুষের কাছে বাংলাদেশের গৌরবোজ্জ্বল ইতিহাস উপস্থাপন করার একটি চমৎকার মাধ্যম হিসেবে সমাদৃত হয়েছে।
সংগীতা আচার্য্য, নিউইয়র্ক, আমেরিকা