কারুবাক ডেস্ক :
কয়েক দিন আগে নিজের ব্র্যান্ডের পোশাক পরে ফটোশুট করেন অন্তঃসত্ত্বা দীপিকা পাড়ুকোন। হলুদ রঙের গাউনে এই বলিউড অভিনেত্রীর বেবি বাম্প স্পষ্ট বোঝা যায়। পরে বিষয়টি নিয়ে আলোচনায় উঠে আসেন এই অভিনেত্রী।
এ ফটোশুটের ছবি দীপিকা তার ইনস্টাগ্রামে পোস্ট করেন। পাশাপাশি জানান, পোশাকটি বিক্রি হবে। ক্যাপশনে দীপিকা জানান, একদম নতুন! কে পোশাকটি পেতে চলেছেন? পোশাকটি বিক্রি করে যে টাকা উঠবে, তা চলে যাবে স্বেচ্ছাসেবী একটি সংস্থার তহবিলে।
ইতোমধ্যেই বিক্রি হয়েছে দীপিকার পোশাকটি। অভিনেত্রী নিজেই তার ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া পোস্টে এ তথ্য জানিয়েছেন।
ইন্ডিয়া টুডে জানিয়েছে, দীপিকার হলুদ রঙের গাউনটি ৩৪ হাজার রুপিতে বিক্রি হয়েছে। যা বাংলাদেশি মুদ্রায় ৪৭ হাজার ৯২৪ টাকার বেশি। এ থেকে অর্জিত অর্থ দ্য লাইভ লাভ ফাউন্ডেশনে দেওয়া হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠনটির প্রতিষ্ঠাতাও দীপিকা।
গেল ২৯ ফেব্রুয়ারি দীপিকা তার ইনস্টাগ্রাম পোস্টে মা হতে যাওয়ার ঘোষণা দেন। একই পোস্ট শেয়ার করেন তার স্বামী অভিনেতা রণবীর সিংও। ধারণা করা হচ্ছে, সবকিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরে সন্তানের জন্ম দেবেন দীপিকা।