কারুবাক ডেস্ক :
দ্বাদশজাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন অভিনেতা ফেরদৌস আহমেদ। রবিবার সকাল ৯টা ৪৬ মিনিটে রাজধানীর ভাসানটেক সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তিনি। ফেরদৌস বলেন, আমি নৌকার লোক, নৌকায় ভোট দিয়েছি। আমি খুব লাকি সকালে আমাকে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং তাঁর পরিবারদের সদস্যরা।
তিনি আরও বলেন, জয়ের ব্যাপারে আমি আশাবাদী। অভিনয়ে যেভাবে শতভাগ দিয়েছি দর্শকদের, সেভাবে চেষ্টা করবো সাধারণ মানুষের সঙ্গে মিলেমিশে কাজ করতে।