কারুবাক ডেস্ক :
সঞ্জীব চৌধুরী তার জীবদ্দশায় উপহার দিয়েছেন অনেক জনপ্রিয় গান। তরুণ প্রজন্মের কাছে এখনো অনুপ্রেরণা হিসেবে রয়ে গেছে তার গানগুলো। এ শিল্পীর ৫৯তম জন্মবার্ষিকী স্মরণে হয়ে গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ‘সঞ্জীব উৎসব’। উৎসব উদ্যাপন পরিষদের অন্যতম সদস্য সংগীতশিল্পী জয় শাহরিয়ার জানান, সঞ্জীব চৌধুরীকে নিয়ে আসছে নতুন একটি বই। নাম রাখা হয়েছে ‘সঞ্জীবনামা’।