9:50 pm, Sunday, 22 December 2024

ফরাসি মঞ্চে বাংলাদেশি নাট্যকর্মী মোজাম্মেল

  • কারুবাক
  • আপডেটের সময় : ০৫:০৪:৪৯ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩
  • 76 ভিউ
শেয়ার করুন

 রাকিবুল ইসলাম

গত ১৩ থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত ফ্রান্সের রাজধানী প্যারিসের লা কমিউন সেন্টারে মঞ্চস্থ হচ্ছে লুইজি পিরানডেলো রচিত এবং মেরী হোজে মালি নির্দেশিত নাটক ‘লে জেও দো লা মনটাইন’। প্যারিসবাসির কাছে উৎসবটা উপভোগ্য হলেও বাংলাদেশিদের কাছে এটা আনন্দের ও গর্বের। কারণ, পেশাদার এই নাটকের শোতে­­ অভিনেতা হিসেবে মঞ্চে উঠেছেন বাংলাদেশি প্রতিভাবান নাট্যকর্মী সোয়েব মোজাম্মেল। তার অভিনয় দেখে উপস্থিত দর্শক যেমন হাততালি দিয়েছেন তেমনি সোয়েব মোজাম্মেলও তার সেরাটা দিয়ে জানান দিয়েছেন বাংলাদেশি প্রতিভা।

তবে মজার ব্যাপার হলো, এই নাটকে ফরাসী ভাষার সংলাপের পাশাপাশি কিছু বাংলা ভাষাও ব্যবহার করা হয়েছে।

চারণ সাংস্কৃতিক কেন্দ্র ফ্রান্স শাখার সদস্য সোয়েব মোজাম্মেল দীর্ঘদিন যাবত ফরাসী মূল ধারার মঞ্চ নাটকে কাজ করে আসছেন। এছাড়াও ‘কবিতায় আড্ডা’ শিরোনামে প্রবাসী বাংলাদেশি ও বিভিন্ন ভাষাভাষী সাহিত্যানুরাগী ব্যক্তিদের নিয়ে নিয়মিত সাহিত্য আড্ডা ও আবৃত্তির আয়োজন করে আসছেন।
বাংলাদেশের সন্তান সোয়েব মোজাম্মেল তাঁর মেধা-শ্রম আর নিয়মিত চর্চা দিয়ে ফরাসী মূলধারার পেশাদার নাট্যগ্রুপে নিজের অবস্থান প্রতিষ্ঠা করে চলেছেন।

ফরাসী মূলধারার মঞ্চ নাটকে তিনি এখন একজন নিয়মিত অভিনয় শিল্পী।
জানা যায়, সোয়েব মোজাম্মেলের নাটকের সঙ্গে যোগাযোগ ছোটবেলায়।  ১৯৮৮ সালে ঢাকা’র মুরাদপুরে এক সন্ধ্যায় নাটকের মহড়া দেখতে গিয়েছিলেন তিনি। সেদিন শিশুশিল্পীর অনুপস্থিতিতে মহড়ায় অংশগ্রহণ করতে হয় তাকে।

সেই থেকে শুরু। তারপর বাবার কর্মস্থল পরিবর্তন হলে চট্টগ্রামে গিয়ে যুক্ত হন শিশু থিয়েটার চট্টগ্রামে। ১৯৯৫ সালে যোগ দেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের অন্যতম নাট্য দল অরিন্দম নাট্য সম্প্রদায়ে। এরপর ১৯৯৭ সাল থেকে বাংলাদেশ ইনস্টিটিউট অফ থিয়েটার আর্টস’ হয়ে গ্রামে গ্রামে নাট্য আন্দোলন ছড়িয়ে দেন এ অভিনেতা। বাবা মায়ের আগ্রহ ও উৎসাহ তাঁকে নাট্যচর্চার বড় অনুপ্রেরণা।

সোয়েব মোজাম্মেল অভিনীত উল্লেখযোগ্য প্রযোজনা হলো ‘এসো দেশ গড়ি’, ‘ভোট পাগলা’, ‘অদ্ভুত ভূত’, ‘চিচিঙ্গে এন্ড কোং’, ‘এই পিরীতি সেই পিরীতি নয়’সহ বেশ কিছু নাটক।
ফ্রান্সে ইতিমধ্যে বেশ কয়েকজন স্বনামধন্য নাট্য নির্দেশকের সাথে তিনি কাজ করেছেন। তাদের মধ্যে অন্যতম-মারি লামাসের, ম্যাক্সিম সাজালে, এমিলি হেরিটো, ফ্রঁসোয়াজ লেপো, ম্যাক্সিম কুর্ভার্স, জেরোম বেল, অলিভিয়ে কূলোসহ অনেকেই। এই নাট্য প্রযোজনাটি এখন বিভিন্ন শহরে নিয়মিতভাবে প্রদর্শিত হবে। জানা যায়, পরবর্তী প্রদর্শনী লা কমেডি দু কন্, নরমোন্দিতে জানুয়ারি ৩১ ও ফেব্রুয়ারি ১, এবং থিয়েটার দু ভূবেতে চলবে ফেব্রুয়ারি ১৫ ও ১৬ ২০২৪।

 

#
জনপ্রিয়

ফরাসি মঞ্চে বাংলাদেশি নাট্যকর্মী মোজাম্মেল

আপডেটের সময় : ০৫:০৪:৪৯ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩
শেয়ার করুন

 রাকিবুল ইসলাম

গত ১৩ থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত ফ্রান্সের রাজধানী প্যারিসের লা কমিউন সেন্টারে মঞ্চস্থ হচ্ছে লুইজি পিরানডেলো রচিত এবং মেরী হোজে মালি নির্দেশিত নাটক ‘লে জেও দো লা মনটাইন’। প্যারিসবাসির কাছে উৎসবটা উপভোগ্য হলেও বাংলাদেশিদের কাছে এটা আনন্দের ও গর্বের। কারণ, পেশাদার এই নাটকের শোতে­­ অভিনেতা হিসেবে মঞ্চে উঠেছেন বাংলাদেশি প্রতিভাবান নাট্যকর্মী সোয়েব মোজাম্মেল। তার অভিনয় দেখে উপস্থিত দর্শক যেমন হাততালি দিয়েছেন তেমনি সোয়েব মোজাম্মেলও তার সেরাটা দিয়ে জানান দিয়েছেন বাংলাদেশি প্রতিভা।

তবে মজার ব্যাপার হলো, এই নাটকে ফরাসী ভাষার সংলাপের পাশাপাশি কিছু বাংলা ভাষাও ব্যবহার করা হয়েছে।

চারণ সাংস্কৃতিক কেন্দ্র ফ্রান্স শাখার সদস্য সোয়েব মোজাম্মেল দীর্ঘদিন যাবত ফরাসী মূল ধারার মঞ্চ নাটকে কাজ করে আসছেন। এছাড়াও ‘কবিতায় আড্ডা’ শিরোনামে প্রবাসী বাংলাদেশি ও বিভিন্ন ভাষাভাষী সাহিত্যানুরাগী ব্যক্তিদের নিয়ে নিয়মিত সাহিত্য আড্ডা ও আবৃত্তির আয়োজন করে আসছেন।
বাংলাদেশের সন্তান সোয়েব মোজাম্মেল তাঁর মেধা-শ্রম আর নিয়মিত চর্চা দিয়ে ফরাসী মূলধারার পেশাদার নাট্যগ্রুপে নিজের অবস্থান প্রতিষ্ঠা করে চলেছেন।

ফরাসী মূলধারার মঞ্চ নাটকে তিনি এখন একজন নিয়মিত অভিনয় শিল্পী।
জানা যায়, সোয়েব মোজাম্মেলের নাটকের সঙ্গে যোগাযোগ ছোটবেলায়।  ১৯৮৮ সালে ঢাকা’র মুরাদপুরে এক সন্ধ্যায় নাটকের মহড়া দেখতে গিয়েছিলেন তিনি। সেদিন শিশুশিল্পীর অনুপস্থিতিতে মহড়ায় অংশগ্রহণ করতে হয় তাকে।

সেই থেকে শুরু। তারপর বাবার কর্মস্থল পরিবর্তন হলে চট্টগ্রামে গিয়ে যুক্ত হন শিশু থিয়েটার চট্টগ্রামে। ১৯৯৫ সালে যোগ দেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের অন্যতম নাট্য দল অরিন্দম নাট্য সম্প্রদায়ে। এরপর ১৯৯৭ সাল থেকে বাংলাদেশ ইনস্টিটিউট অফ থিয়েটার আর্টস’ হয়ে গ্রামে গ্রামে নাট্য আন্দোলন ছড়িয়ে দেন এ অভিনেতা। বাবা মায়ের আগ্রহ ও উৎসাহ তাঁকে নাট্যচর্চার বড় অনুপ্রেরণা।

সোয়েব মোজাম্মেল অভিনীত উল্লেখযোগ্য প্রযোজনা হলো ‘এসো দেশ গড়ি’, ‘ভোট পাগলা’, ‘অদ্ভুত ভূত’, ‘চিচিঙ্গে এন্ড কোং’, ‘এই পিরীতি সেই পিরীতি নয়’সহ বেশ কিছু নাটক।
ফ্রান্সে ইতিমধ্যে বেশ কয়েকজন স্বনামধন্য নাট্য নির্দেশকের সাথে তিনি কাজ করেছেন। তাদের মধ্যে অন্যতম-মারি লামাসের, ম্যাক্সিম সাজালে, এমিলি হেরিটো, ফ্রঁসোয়াজ লেপো, ম্যাক্সিম কুর্ভার্স, জেরোম বেল, অলিভিয়ে কূলোসহ অনেকেই। এই নাট্য প্রযোজনাটি এখন বিভিন্ন শহরে নিয়মিতভাবে প্রদর্শিত হবে। জানা যায়, পরবর্তী প্রদর্শনী লা কমেডি দু কন্, নরমোন্দিতে জানুয়ারি ৩১ ও ফেব্রুয়ারি ১, এবং থিয়েটার দু ভূবেতে চলবে ফেব্রুয়ারি ১৫ ও ১৬ ২০২৪।