কিছুকথা
২০১০ সালে ‘চলচ্চিত্র শিক্ষা’ নামে একটি বই লিখেছিলাম। অনেক সাড়া পেয়েছিলাম। অনেকেই নাটকের জন্যও এমন একটি বই লিখতে আরজি করেছিলেন বলেই ‘টিভিনাটক নির্মাণের কলাকৌশল’ লিখতে সাহস করলাম। তারা বইয়ের সাথে শুটিংসিডি দিতে বলেছিলেন। বিভিন্ন কারণে কথাটি রক্ষা করা সম্ভব হয়নি। তবে বইটিতে যা দিয়েছি তা-ও কোনো অংশে কম নয়।
আমি এই গ্রন্থে নাটকের গূঢ় বা তাত্ত্বিক আলোচনা করিনি। এসব আলোচনা করার জন্য পণ্ডিতরা রয়েছেন। আমি শুধু সহজসরলভাবে নোটবুক হিসেবে নাটক নির্মাণের কিছু বিষয় আমার মতো নবিশ শিক্ষার্থীদের কাছে তুলে ধরার চেষ্টা করেছিমাত্র। নাটক বা চলচ্চিত্র নির্মাণে যেসব উপাদান প্রয়োজন সেসবের অমিলের চেয়ে মিল বেশি, তাই আমি এদের একসাথে চিত্র বলার চেষ্টা করেছি।
একজন নবিশ পরিচালককে নাটক বিষয়ের একটা ফিকস্ড ওয়ে জেনে পরিচালনায় আসতে হবে, এমন কোনো নিয়ম নেই। তবে আমি মনে করেছি, শুরুর দিকে তাকে নাটক নির্মাণের কিছু বৈশিষ্ট্য জানতে হয়; নির্মাণের বিভিন্ন উপাদান জানতে হয়। যেমন: চিত্রনাট্য, চিত্রনাট্যের ফরমেট, চিত্রনাট্যের টেকনিক্যাল উপাদান ইত্যাদি। শুধু এসব জেনে বা পড়ে নাটক নির্মাণ করা সম্ভব নয়, তবে নাটক নির্মাণের সহজ উপায় হলো কোনো পরিচালকের স্পর্শে গিয়ে কাজ করা, নিজেকে তৈরি করা।
দ্বিতীয় সংস্করণের কথা
চাহিদা থাকা সত্ত্বেও সময়মতো বাজারে ছিল না। পুনর্চাহিদা পূরণের জন্য কারুবাক প্রকাশনের স্বত্বাধিকারী গোলাম কিবরিয়া ভাইয়ের কাছে কৃতজ্ঞ। আশা করি, এবারও পাঠকশ্রেণি সাদরে গ্রহণ করবে। দ্বিতীয় সংস্করণে বহু পরিমার্জনা ও পরিবর্তন করা হয়েছে।
সূচিক্রম
প্রথম অধ্যায় : টিভিনাট্যতত্ত্ব ০০
টিভি
টিভি একটি বৃহৎ গণমাধ্যম
টিভি একটি ক্লোজআপ মিডিয়া
টিভি একটি শিল্পমাধ্যম
বিটিভি
নাটক বা নাট্য
বাংলা নাটক
টিভিনাটকের ইতিহাস
টিভির নাটক ছাড়া অন্যান্য অনুষ্ঠান
টিভিনাটকের প্রকরণ
টিভিনাটকের পরিভাষা
টিভিনাটক পরিবার (ঞবধস)
টিভিনাটকের গুরুত্ব
দ্বিতীয় অধ্যায় : টিভিনাটকের ব্যাকরণ ০০
চিত্রনাট্য (ঝপৎরঢ়ঃ/ঝপৎববহ চষধু)
শিল্পনির্দেশনা (অৎঃ উরৎবপঃরড়হ)
অভিনয় (অপঃরহম)
ইমেজ, ফ্রেমিং ও কম্পোজিশন
রং
আলোকসম্পাত(খরমযঃরহম)
সম্পাদনা (ঊফরঃরহম)
শব্দ ও সংগীত (ঝড়ঁহফ ্ গঁংরপ)
তৃতীয় অধ্যায় : টিভিনাটকের অভিযোজন ০০
টিভিনাটক ও কবিতা
টিভিনাটক ও নাটক
টিভিনাটক ও উপন্যাস
টিভিনাটক ও গল্প
টিভিনাটক ও অণুগল্প
টিভিনাটক ও খুদেগল্প
টিভিনাটক ও প্রবন্ধ
চতুর্থ অধ্যায় : টিভিনাটক নির্মাণের কলাকৌশল ০০
টিভিনাটক নির্মাণ কৌশল ১
১৮টি কৌশল
টিভিনাটক নির্মাণ কৌশল ২
টিভিনাটক নির্মাণপ্রস্তুতি
সংগৃহীত একটি কাহিনি
সংগৃহীত কাহিনির চিত্রনাট্য তৈরি
চিত্রনাট্য উপস্থাপনের পদ্ধতি
টিভিনাটক নির্মাণকৌশল ৩
টিভিনাটকের বাজেট
বাজেট অনুসারে শিফট বিভাজন
দিনের অংশ অনুসারে
স্থান অনুসারে
চরিত্র অনুসারে
সম্পাদনা