7:15 pm, Thursday, 12 December 2024

অদৃশ্য : ওমর ফারুক মিজি

  • কারুবাক
  • আপডেটের সময় : ০৩:০৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪
  • 402 ভিউ
শেয়ার করুন

২০২৩ সাল। পৃথিবী আজ ডিজিটাল যুগের চরম অবস্থানে রয়েছে। প্রতিটি মানুষের হাতের মুঠোয় এখন পৃথিবী। প্রযুক্তির কল্যাণে আজ ঘরে বসেই পৃথিবীর সব খবরাখবর সহজেই জেনে নিতে পারছে সবাই। এত কিছুর পরও গ্রামবাংলার সহজসরল মানুষেরা আজও ঝাড়ফুঁকে বিশ্বাস করে সর্বস্বান্ত হচ্ছে। তাদের বিশ^াস এবং কিছু কুসংস্কারকে পুঁজি করে একশ্রেণির লেবাশধারী লোক আঙুল ফুলে কলাগাছ হচ্ছে। যার ইশারায় সপ্ত আকাশ, এ পৃথিবী ভূমণ্ডল পরিচালিত হয় তার সঙ্গে প্রতারণা করে কত দিন চলা যায়! ধর্মের লেবাশ নিয়ে চললেই কি সবকিছু থেকে মাফ পাওয়া যায়, পৃথিবীতে পাপাচার, অন্যায়, অনিয়ম, দুর্নীতি, বিদ্বেষ, ব্যাভিচার, ঘুষ, স্বজনপ্রীতি, হিংসা, মিথ্যাচার এতই বৃদ্ধি পেয়েছে যে সৃষ্টিকর্তা আল্লাহ নিরাশ হয়ে পৃথিবীতে অদৃশ্য এক শক্তি অচেনা রোগ করোনা ভাইরাস পাঠিয়ে মানব জাতিকে নাস্তানাবুদ করে ফেলেছেন। পৃথিবীর মহাশক্তিধর দেশগুলো নাকানিচুবানি খেয়ে আল্লাহর বন্দনায় মগ্ন হচ্ছে। এই নরাধম মানবকুল বুঝতে পারছে অদৃশ্য এই শক্তি আর কেউ নন যিনি আমাদের সৃষ্টি করেছেন তিনিই। পৃথিবীর ইতিহাসে অনেক জাতি-গোষ্ঠীকেই আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, তাদের কাজের ফলের কারণেই। যে যেমন কাজ করবে সে তেমনই ফল পাবে। আল্লাহ এতই ধৈর্যশীল, ক্ষমাশীল যা ভাষায় প্রকাশ করার মতো শক্তি আমাদের নেই। তিনি অসীম।
সহজসরল মিলু তার ছেলেমেয়েদের নিয়ে স্বামীর সংসারে দিনানিপাত করছে। আক্কাস ছিল খুব নিরীহ লোক। ভাইদের অত্যাচারে সন্তানদের বেশিদূর পড়ালেখা করাতে পারেনি। অশিক্ষা ও অপুষ্টির অভাবে ছেলেদের জীবনরক্ষায় তাবিজবিশেষজ্ঞদের পাল্লায় পড়ে অনেক টাকা নষ্ট করেছে। অদৃশ্যশক্তির মোহে আবিষ্ট হয়ে গ্রামবাংলার সহজসরল মানুষগুলো কিছু লেবাশধারী লোকের কাছে জিম্মি হয়ে আছে। অবশেষে ২০১৯ সালে করোনায় বুঝে গেছে অদৃশ্য বলতে তথাকথিত লেবাশধারীদের সৃষ্টি কিছু নয়, যিনি এই ভূমণ্ডল সৃষ্টি করেছেন তিনিই সুপার অদৃশ্যশক্তি, যার কাছে সবাই অসহায়।
আমাদের এই সমাজে অসংখ্য স্নিগ্ধা রয়েছে যারা পর্দার অন্তরালে নানা রূপ ধারণ করে ছলনার আশ্রয় নিয়ে সহজসরল ছেলেদের সঙ্গে প্রেমের অভিনয় করে তাদের নিঃস্ব সর্বস্বান্ত করে দিচ্ছে এবং পরিবারকে ধ্বংস করছে। একসময় স্নিগ্ধার পায়ের তলার মাটি সরে যেতে থাকে শরীর ক্রমেই শীতল হয়ে বুক ধড়ফড় করতে শুরু করে। নানা কুকর্ম করেছে সে এই জীবনে। এমন একটি হাবাগোবা ছেলের হাতে তাকে এভাবে ধরা খেতে হবে কল্পনাও করতে পারেনি। কথায় আছে, চোরের দশদিন আর গেরস্তের একদিন। এটাই অমোঘ সত্যি। পাপ ও অন্যায়ের স্বাভাবিক পরিণতি। অথচ আমরা সবাই তা ভুলে যাই এবং অন্যায়, অবিচার, পাপকাজে লিপ্ত হই। সবাইকে এটা উপলব্ধি করতে হবে, অন্যায়ের শাস্তি এই পৃথিবীতে হয়। পরকালের জন্য অপেক্ষা করতে হয় না।
আশা করি পুরো বইটি পড়লে আপনাদের ভালো লাগবে।

 

#
জনপ্রিয়

অদৃশ্য : ওমর ফারুক মিজি

আপডেটের সময় : ০৩:০৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪
শেয়ার করুন

২০২৩ সাল। পৃথিবী আজ ডিজিটাল যুগের চরম অবস্থানে রয়েছে। প্রতিটি মানুষের হাতের মুঠোয় এখন পৃথিবী। প্রযুক্তির কল্যাণে আজ ঘরে বসেই পৃথিবীর সব খবরাখবর সহজেই জেনে নিতে পারছে সবাই। এত কিছুর পরও গ্রামবাংলার সহজসরল মানুষেরা আজও ঝাড়ফুঁকে বিশ্বাস করে সর্বস্বান্ত হচ্ছে। তাদের বিশ^াস এবং কিছু কুসংস্কারকে পুঁজি করে একশ্রেণির লেবাশধারী লোক আঙুল ফুলে কলাগাছ হচ্ছে। যার ইশারায় সপ্ত আকাশ, এ পৃথিবী ভূমণ্ডল পরিচালিত হয় তার সঙ্গে প্রতারণা করে কত দিন চলা যায়! ধর্মের লেবাশ নিয়ে চললেই কি সবকিছু থেকে মাফ পাওয়া যায়, পৃথিবীতে পাপাচার, অন্যায়, অনিয়ম, দুর্নীতি, বিদ্বেষ, ব্যাভিচার, ঘুষ, স্বজনপ্রীতি, হিংসা, মিথ্যাচার এতই বৃদ্ধি পেয়েছে যে সৃষ্টিকর্তা আল্লাহ নিরাশ হয়ে পৃথিবীতে অদৃশ্য এক শক্তি অচেনা রোগ করোনা ভাইরাস পাঠিয়ে মানব জাতিকে নাস্তানাবুদ করে ফেলেছেন। পৃথিবীর মহাশক্তিধর দেশগুলো নাকানিচুবানি খেয়ে আল্লাহর বন্দনায় মগ্ন হচ্ছে। এই নরাধম মানবকুল বুঝতে পারছে অদৃশ্য এই শক্তি আর কেউ নন যিনি আমাদের সৃষ্টি করেছেন তিনিই। পৃথিবীর ইতিহাসে অনেক জাতি-গোষ্ঠীকেই আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, তাদের কাজের ফলের কারণেই। যে যেমন কাজ করবে সে তেমনই ফল পাবে। আল্লাহ এতই ধৈর্যশীল, ক্ষমাশীল যা ভাষায় প্রকাশ করার মতো শক্তি আমাদের নেই। তিনি অসীম।
সহজসরল মিলু তার ছেলেমেয়েদের নিয়ে স্বামীর সংসারে দিনানিপাত করছে। আক্কাস ছিল খুব নিরীহ লোক। ভাইদের অত্যাচারে সন্তানদের বেশিদূর পড়ালেখা করাতে পারেনি। অশিক্ষা ও অপুষ্টির অভাবে ছেলেদের জীবনরক্ষায় তাবিজবিশেষজ্ঞদের পাল্লায় পড়ে অনেক টাকা নষ্ট করেছে। অদৃশ্যশক্তির মোহে আবিষ্ট হয়ে গ্রামবাংলার সহজসরল মানুষগুলো কিছু লেবাশধারী লোকের কাছে জিম্মি হয়ে আছে। অবশেষে ২০১৯ সালে করোনায় বুঝে গেছে অদৃশ্য বলতে তথাকথিত লেবাশধারীদের সৃষ্টি কিছু নয়, যিনি এই ভূমণ্ডল সৃষ্টি করেছেন তিনিই সুপার অদৃশ্যশক্তি, যার কাছে সবাই অসহায়।
আমাদের এই সমাজে অসংখ্য স্নিগ্ধা রয়েছে যারা পর্দার অন্তরালে নানা রূপ ধারণ করে ছলনার আশ্রয় নিয়ে সহজসরল ছেলেদের সঙ্গে প্রেমের অভিনয় করে তাদের নিঃস্ব সর্বস্বান্ত করে দিচ্ছে এবং পরিবারকে ধ্বংস করছে। একসময় স্নিগ্ধার পায়ের তলার মাটি সরে যেতে থাকে শরীর ক্রমেই শীতল হয়ে বুক ধড়ফড় করতে শুরু করে। নানা কুকর্ম করেছে সে এই জীবনে। এমন একটি হাবাগোবা ছেলের হাতে তাকে এভাবে ধরা খেতে হবে কল্পনাও করতে পারেনি। কথায় আছে, চোরের দশদিন আর গেরস্তের একদিন। এটাই অমোঘ সত্যি। পাপ ও অন্যায়ের স্বাভাবিক পরিণতি। অথচ আমরা সবাই তা ভুলে যাই এবং অন্যায়, অবিচার, পাপকাজে লিপ্ত হই। সবাইকে এটা উপলব্ধি করতে হবে, অন্যায়ের শাস্তি এই পৃথিবীতে হয়। পরকালের জন্য অপেক্ষা করতে হয় না।
আশা করি পুরো বইটি পড়লে আপনাদের ভালো লাগবে।