7:45 am, Monday, 16 September 2024

মুঘল আমলের কথা

  • কারুবাক
  • আপডেটের সময় : ১০:৫২:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪
  • 27 ভিউ
শেয়ার করুন

প্রায় পাঁচশত বছর আগের কথা। সে সময়ে একদিন ঘোড়ার পিঠে চড়ে ঠক্ ঠক্ করে তলোয়ার হাতে ভারতবর্ষে আসেন জহিরুদ্দীন মোহাম্মদ বাবর। তাঁর সাথে ছিল তখন মাত্র ১২ শত সৈন্য।
বাবরকে বাধা দেন দিল্লির সম্রাট ইব্রাহীম লৌদী, এক লাখ সৈন্য নিয়ে। বাবর বীরের মতো যুদ্ধ করে পরাজিত করেন ইব্রাহীম লৌদীকে। বাবর দিল্লির সিংহাসনে আরোহণ করেন। তিনি প্রতিষ্ঠা করেন মুঘল রাজবংশ। এরপর থেকে প্রায় ২৫০ বছর ভারতবর্ষ শাসন করেন মুঘল বংশের শাসকেরা। তারা ভারতবর্ষে এক বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন।
এসব ইতিহাস, বিশেষ করে মুঘল সম্রাটদের সাহস ও গুণাবলি নিয়ে ছোট পরিসরে লেখা হলো শিশু-কিশোরদের জন্য এ বইটি। আশা করি বইটি পড়ে তারা অতীত ইতিহাস জানবে এবং আলোকিত জীবন গড়তে অনুপ্রাণিত হবে।

#
জনপ্রিয়

মুঘল আমলের কথা

আপডেটের সময় : ১০:৫২:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪
শেয়ার করুন

প্রায় পাঁচশত বছর আগের কথা। সে সময়ে একদিন ঘোড়ার পিঠে চড়ে ঠক্ ঠক্ করে তলোয়ার হাতে ভারতবর্ষে আসেন জহিরুদ্দীন মোহাম্মদ বাবর। তাঁর সাথে ছিল তখন মাত্র ১২ শত সৈন্য।
বাবরকে বাধা দেন দিল্লির সম্রাট ইব্রাহীম লৌদী, এক লাখ সৈন্য নিয়ে। বাবর বীরের মতো যুদ্ধ করে পরাজিত করেন ইব্রাহীম লৌদীকে। বাবর দিল্লির সিংহাসনে আরোহণ করেন। তিনি প্রতিষ্ঠা করেন মুঘল রাজবংশ। এরপর থেকে প্রায় ২৫০ বছর ভারতবর্ষ শাসন করেন মুঘল বংশের শাসকেরা। তারা ভারতবর্ষে এক বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন।
এসব ইতিহাস, বিশেষ করে মুঘল সম্রাটদের সাহস ও গুণাবলি নিয়ে ছোট পরিসরে লেখা হলো শিশু-কিশোরদের জন্য এ বইটি। আশা করি বইটি পড়ে তারা অতীত ইতিহাস জানবে এবং আলোকিত জীবন গড়তে অনুপ্রাণিত হবে।