3:38 pm, Sunday, 10 November 2024

  • কারুবাক
  • আপডেটের সময় : ১২:০৬:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অগাস্ট ২০২৪
  • 68 ভিউ
শেয়ার করুন

চোখের জল নোনতা। যে অশ্রু চোখে না ঝরে অন্তরে প্রবাহিত হয়ে অন্তর পোড়ায়, অন্তরকে দহন করে; যে কান্না ভিতরে ভিতরে পোড়ায়, কিন্তু অশ্রু হয়ে ঝরে না তা অন্তঃসলিল হয়ে বইতে থাকে। ফল্গুধারা যেমন মাটির নিচ দিয়ে প্রবাহিত হয় বাইরে দেখা যায় না,তেমনি এ অশ্রু অন্তরে প্রবাহিত হয়। তথাপি এ জল নোনা হওয়ায় দহন জ্বালা ভিতরে ভিতরে পোড়ায়। বাইরে থেকে কেউ দেখে না।

#
জনপ্রিয়

আপডেটের সময় : ১২:০৬:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অগাস্ট ২০২৪
শেয়ার করুন

চোখের জল নোনতা। যে অশ্রু চোখে না ঝরে অন্তরে প্রবাহিত হয়ে অন্তর পোড়ায়, অন্তরকে দহন করে; যে কান্না ভিতরে ভিতরে পোড়ায়, কিন্তু অশ্রু হয়ে ঝরে না তা অন্তঃসলিল হয়ে বইতে থাকে। ফল্গুধারা যেমন মাটির নিচ দিয়ে প্রবাহিত হয় বাইরে দেখা যায় না,তেমনি এ অশ্রু অন্তরে প্রবাহিত হয়। তথাপি এ জল নোনা হওয়ায় দহন জ্বালা ভিতরে ভিতরে পোড়ায়। বাইরে থেকে কেউ দেখে না।