আমাদের কবিবর এলোমেলো, অক্ষেত্র তিনি, তবুও চৌধুরী মিলু
কণ্ঠে ভাস্বর রাবণের হৈমগৃহ, মেঘনাদ বধের পঙক্তি সপ্রাণ
উত্তাল কাহারবার ফুলঝুরি, সাথে ধুন পুরবী কি পিলু
কলির যুগেও স্বপ্ন-দেখা নির্বাণ-উন্মুখ এই লোকালয় হবে না বিরান।
মহাকবি হয়তো নন, তবু মহান কবি নিশ্চয়
হৃৎ স্পন্দনে যার শান্তি শুভ মঙ্গলের অনিমেষ অভিলাষ
বৈশাখি পূর্ণিমায় বোধি বৃক্ষের ছায়ায় অহিংস প্রলয়
কুমার গৌতমে মিলিয়েছিল যেমন তথাগত বুদ্ধের প্রকাশ।
– মিজারুল কায়েস