11:04 am, Monday, 23 December 2024

লেখনীর জগতেও টুইঙ্কল খান্না শীর্ষে

  • কারুবাক
  • আপডেটের সময় : ০৫:১৬:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩
  • 59 ভিউ
শেয়ার করুন
রঙ্গমঞ্চ ডেস্ক :

নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী ও বলিউড খিলাড়ি অক্ষয় কুমারের স্ত্রী টুইঙ্কল খান্না বর্তমানে ক্যামেরা থেকে দুরেই আছেন। এখন লেখালেখিতেই ব্যস্ত এই নায়িকা। বর্তমানে প্রযোজনার পাশাপাশি নিজের লেখনীর জগতেই বিচরণ তাঁর। আলোচিত এবং পুরস্কার বিজয়ী ঔপন্যাসিক হিসেবে টুইঙ্কল খান্নার জন্য অনেক প্রশংসার বছর ছিল ২০২৩ সাল। তবে বছর শেষে অভিনেত্রী ও লেখিকার স্বর্ণ মুকুটে যুক্ত হলো আরো একটি নতুন পালক।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে, অভিনেত্রীর সর্বশেষ বই ‘ওয়েলকাম টু প্যারাডাইস’ প্রকাশের প্রথম সপ্তাহের মধ্যে ২০২৩ সালে প্রকাশিত কথাসাহিত্য বিভাগে সর্বাধিক বিক্রিত বইয়ের তালিকায় শীর্ষস্থানে চলে এসেছে। ভারতের সবচেয়ে প্রামাণিক ও মর্যাদাপূর্ণ বিক্রয় চার্ট নিলসন বুকস্ক্যান অনুসারে, এটি এই বছর ফিকশন ক্যাটাগরীতে সর্বাধিক বিক্রিত বই। ‘ওয়েলকাম টু প্যারাডাইস’ ক্রসওয়ার্ড বুকস্টোরের হিসাবেও এক নম্বর বিক্রিত বই।

নিজের এই সাফল্যে সামাজিক মাধ্যমে টুইঙ্কল খান্না লিখেছেন, ‘ওয়েলকাম টু প্যারাডাইসের প্রতিক্রিয়া এবং পর্যালোচনা পেয়ে আমি অভিভূত। আমি সবসময়ই একজন পাঠক হিসাবে শব্দের জগতে নিমজ্জিত ছিলাম এবং এখন আমি কৃতজ্ঞ যে আমি একজন লেখক হিসাবেও জায়গা পেয়েছি।’

অভিনেত্রী হওয়ার পাশাপাশি শিক্ষাগত যোগ্যতায়ও টুইঙ্কল বেশ এগিয়ে। লন্ডন বিশ্ববিদ্যালয়ের গোল্ডস্মিথস কলেজে ক্রিয়েটিভ রাইটিংয়ে তার মাস্টার অফ আর্টস সম্পন্ন করার পাশাপাশি, টুইঙ্কল একটি উল্লেখযোগ্য একাডেমিক মাইলফলকও অর্জন করেছেন এবং তার চূড়ান্ত থিসিসের জন্য ব্যতিক্রমী সম্মান অর্জন করেছেন।

এখন ২০২৩ সালে প্রকাশিত ফিকশন বইয়ের জন্য নিলসন বুকস্ক্যান-এর শীর্ষ দশের তালিকায় তিনি এক নম্বর নারী লেখক। এছাড়াও নিয়মিত সিনেমা প্রযোজনা করছেন এই সাবেক জনপ্রিয় অভিনেত্রী।

 

#
জনপ্রিয়

লেখনীর জগতেও টুইঙ্কল খান্না শীর্ষে

আপডেটের সময় : ০৫:১৬:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩
শেয়ার করুন
রঙ্গমঞ্চ ডেস্ক :

নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী ও বলিউড খিলাড়ি অক্ষয় কুমারের স্ত্রী টুইঙ্কল খান্না বর্তমানে ক্যামেরা থেকে দুরেই আছেন। এখন লেখালেখিতেই ব্যস্ত এই নায়িকা। বর্তমানে প্রযোজনার পাশাপাশি নিজের লেখনীর জগতেই বিচরণ তাঁর। আলোচিত এবং পুরস্কার বিজয়ী ঔপন্যাসিক হিসেবে টুইঙ্কল খান্নার জন্য অনেক প্রশংসার বছর ছিল ২০২৩ সাল। তবে বছর শেষে অভিনেত্রী ও লেখিকার স্বর্ণ মুকুটে যুক্ত হলো আরো একটি নতুন পালক।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে, অভিনেত্রীর সর্বশেষ বই ‘ওয়েলকাম টু প্যারাডাইস’ প্রকাশের প্রথম সপ্তাহের মধ্যে ২০২৩ সালে প্রকাশিত কথাসাহিত্য বিভাগে সর্বাধিক বিক্রিত বইয়ের তালিকায় শীর্ষস্থানে চলে এসেছে। ভারতের সবচেয়ে প্রামাণিক ও মর্যাদাপূর্ণ বিক্রয় চার্ট নিলসন বুকস্ক্যান অনুসারে, এটি এই বছর ফিকশন ক্যাটাগরীতে সর্বাধিক বিক্রিত বই। ‘ওয়েলকাম টু প্যারাডাইস’ ক্রসওয়ার্ড বুকস্টোরের হিসাবেও এক নম্বর বিক্রিত বই।

নিজের এই সাফল্যে সামাজিক মাধ্যমে টুইঙ্কল খান্না লিখেছেন, ‘ওয়েলকাম টু প্যারাডাইসের প্রতিক্রিয়া এবং পর্যালোচনা পেয়ে আমি অভিভূত। আমি সবসময়ই একজন পাঠক হিসাবে শব্দের জগতে নিমজ্জিত ছিলাম এবং এখন আমি কৃতজ্ঞ যে আমি একজন লেখক হিসাবেও জায়গা পেয়েছি।’

অভিনেত্রী হওয়ার পাশাপাশি শিক্ষাগত যোগ্যতায়ও টুইঙ্কল বেশ এগিয়ে। লন্ডন বিশ্ববিদ্যালয়ের গোল্ডস্মিথস কলেজে ক্রিয়েটিভ রাইটিংয়ে তার মাস্টার অফ আর্টস সম্পন্ন করার পাশাপাশি, টুইঙ্কল একটি উল্লেখযোগ্য একাডেমিক মাইলফলকও অর্জন করেছেন এবং তার চূড়ান্ত থিসিসের জন্য ব্যতিক্রমী সম্মান অর্জন করেছেন।

এখন ২০২৩ সালে প্রকাশিত ফিকশন বইয়ের জন্য নিলসন বুকস্ক্যান-এর শীর্ষ দশের তালিকায় তিনি এক নম্বর নারী লেখক। এছাড়াও নিয়মিত সিনেমা প্রযোজনা করছেন এই সাবেক জনপ্রিয় অভিনেত্রী।