9:01 pm, Thursday, 26 December 2024

তোমার জন্য লাল গোলাপ

  • কারুবাক
  • আপডেটের সময় : ১২:৩৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩
  • 174 ভিউ
শেয়ার করুন

 

তোমার জন্য লাল গোলাপ একটি পরিপূর্ণ ভালবাসার উপন্যাস। এই উপন্যাসের প্রতিটি পাতায় পাতায় রয়েছে সেই আবেগ মাখানো উপাখ্যান। জাপানী নাগরিক হেনরি মারগান ভালবেসে বিয়ে করে সাদিয়াকে। তাদের ঘর আলো করে জন্ম নেয় নিপা। আর্থিক টানাপড়েন, সামাজিক কু-সংস্কার আর নিয়মের বেড়াজালে পৃষ্ট হয়ে ঘর ভেঙ্গে যায় দু’জনের। চার বছরের নিপাকে কোলে নিয়ে জাপানে ফিরে যায় হেনরি মারগান। ১৮ বছর পর নিপা বাংলাদেশে এসেছে মাকে খুঁজতে।  সে কি খুঁজে পাবে তার মাকে? নাকি কোন বাঙালি ছেলের প্রেমে বাধা পড়ে সেও থেকে যাবে বাংলাদেশে …

 

 

 

#
জনপ্রিয়

তোমার জন্য লাল গোলাপ

আপডেটের সময় : ১২:৩৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩
শেয়ার করুন

 

তোমার জন্য লাল গোলাপ একটি পরিপূর্ণ ভালবাসার উপন্যাস। এই উপন্যাসের প্রতিটি পাতায় পাতায় রয়েছে সেই আবেগ মাখানো উপাখ্যান। জাপানী নাগরিক হেনরি মারগান ভালবেসে বিয়ে করে সাদিয়াকে। তাদের ঘর আলো করে জন্ম নেয় নিপা। আর্থিক টানাপড়েন, সামাজিক কু-সংস্কার আর নিয়মের বেড়াজালে পৃষ্ট হয়ে ঘর ভেঙ্গে যায় দু’জনের। চার বছরের নিপাকে কোলে নিয়ে জাপানে ফিরে যায় হেনরি মারগান। ১৮ বছর পর নিপা বাংলাদেশে এসেছে মাকে খুঁজতে।  সে কি খুঁজে পাবে তার মাকে? নাকি কোন বাঙালি ছেলের প্রেমে বাধা পড়ে সেও থেকে যাবে বাংলাদেশে …