8:11 pm, Sunday, 22 December 2024

ইতিহাসের এই দিনে : 16 ডিসেম্বর 2023

  • কারুবাক
  • আপডেটের সময় : ০৬:৫৫:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩
  • 49 ভিউ
শেয়ার করুন

আজ ১৬ ডিসেম্বর ২০২৩ শনিবার।

ঘটনাবলী

১৯০৪ – কলকাতার প্রথম দৈনিক সান্ধ্য পত্রিকা ‘সন্ধ্যা’ প্রকাশিত হয়।

১৯২৫ – কাজী নজরুল ইসলামের সম্পাদনায় সাপ্তাহিক পত্রিকা ‘লাঙ্গল’ কলকাতা থেকে প্রকাশিত হয়।

১৯৩৯ – ঢাকা থেকে প্রথম বেতার অনুষ্ঠান সম্প্রচার।

১৯৫০ – সাইপ্রাসের জনগণ তাদের দেশের ওপর ব্রিটিশ আধিপত্যের পরিসমাপ্তির লক্ষ্যে স্বাধীনতা আন্দোলন শুরু করে।

১৯৫১ – ভারতের হায়দ্রাবাদে সালারজং জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।

১৯৭১

পাকিস্তান সেনাবাহিনী বিকালে ৪-২১ মিনিটে ঢাকার রেসকোর্স ময়দানে মুক্তিবাহিনী ও ভারতীয় মিত্রবাহিনীর কাছে আনুষ্ঠানিক আত্মসমর্পণ করে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অবসান হয় ও বাংলাদেশ স্বাধীনতা লাভ করে।

বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত হয়।

১৯৭২ – বঙ্গবন্ধু সাভারে জাতীয় স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

১৯৯১ – কাজাখস্তান নিজেদের স্বাধীনতা ঘোষণা করে।

১৯৯৮ – প্যারিসের একটি আপীল আদালত ফ্রান্সের বিশিষ্ট মুসলিম দার্শনিক, ইতিহাসবিদ ও লেখক রজার গারুদিকে হোলোকাস্টের কথিত গণহত্যার কল্পকাহিনী অস্বীকার করার অপরাধে জেল ও জরিমানা করে।

২০২১ – স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষ্যে দেশবাসীকে শপথ পড়ান তৎকালীন প্রধানমন্ত্রী – শেখ হাসিনা।

জন্ম

১৭৭৫ – জেন অস্টেন একজন ইংরেজ ঔপন্যাসিক।[১]

১৮৪০ -উমেশচন্দ্র দত্ত,সমাজ সংস্কারক ও শিক্ষাবিদ।(মৃ.১৯/০৬/১৯০৭)

১৮৮২ – বাঙালি সঙ্গীতজ্ঞ দিনেন্দ্রনাথ ঠাকুর। (মৃ.২১/০৭/১৯৩৫)

১৯১৭ – আর্থার সি ক্লার্ক, একজন বিখ্যাত বিজ্ঞান কল্পকাহিনী লেখক এবং উদ্ভাবক।[১](জ.১৯/০৩/২০০৮)

১৯০৬ – মাহমুদা খাতুন সিদ্দিকা, বাঙালি কবি।[১]

১৯৩৬ – বাঙালি কবি ও লেখক সামসুল হক।(মৃ.১৯৯৭)

১৯৪০ – মাহমুদুন্নবী, বাংলাদেশি সঙ্গীতশিল্পী।[১]

১৯৪০ – শিশুসাহিত্যিক এখলাসউদ্দিন আহমদ।

১৯৪২ – কবি হায়াৎ সাইফ। (মৃ.১৩/০৫/২০১৯)

১৯৪৭ – বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল।

মৃত্যু

১২৭৩ – কবি জালাল উদ্দিন রুমী।

১৮৫৯ – ভিলহেল্ম গ্রিম, জার্মান লেখক।

১৯০১ – নবাব খাজা আহসানউলস্নাহর।

১৯৭৫ – প্রখ্যাত বাঙালি সঙ্গীতজ্ঞ অনাথনাথ বসু। (জ.১৮৯৬)

১৯৬৫ -ইংরেজ কথাসাহিত্যিক ও নাট্যকার উইলিয়াম সমারসেট মম্।(জ.২৫/০১/১৮৭৪)

১৯৮৭ – অখিলচন্দ্র নন্দী – ব্রিটিশবিরোধী বিপ্লবী ও সাম্যবাদী কর্মী।(জ.০৭/০৩/১৯০৭)

১৯৯৫ – কণ্ঠশিল্পী ফিরোজ সাই।

ছুটি ও অন্যান্য

বিজয় দিবস, বাংলাদেশ

 

 

#
জনপ্রিয়

ইতিহাসের এই দিনে : 16 ডিসেম্বর 2023

আপডেটের সময় : ০৬:৫৫:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩
শেয়ার করুন

আজ ১৬ ডিসেম্বর ২০২৩ শনিবার।

ঘটনাবলী

১৯০৪ – কলকাতার প্রথম দৈনিক সান্ধ্য পত্রিকা ‘সন্ধ্যা’ প্রকাশিত হয়।

১৯২৫ – কাজী নজরুল ইসলামের সম্পাদনায় সাপ্তাহিক পত্রিকা ‘লাঙ্গল’ কলকাতা থেকে প্রকাশিত হয়।

১৯৩৯ – ঢাকা থেকে প্রথম বেতার অনুষ্ঠান সম্প্রচার।

১৯৫০ – সাইপ্রাসের জনগণ তাদের দেশের ওপর ব্রিটিশ আধিপত্যের পরিসমাপ্তির লক্ষ্যে স্বাধীনতা আন্দোলন শুরু করে।

১৯৫১ – ভারতের হায়দ্রাবাদে সালারজং জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।

১৯৭১

পাকিস্তান সেনাবাহিনী বিকালে ৪-২১ মিনিটে ঢাকার রেসকোর্স ময়দানে মুক্তিবাহিনী ও ভারতীয় মিত্রবাহিনীর কাছে আনুষ্ঠানিক আত্মসমর্পণ করে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অবসান হয় ও বাংলাদেশ স্বাধীনতা লাভ করে।

বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত হয়।

১৯৭২ – বঙ্গবন্ধু সাভারে জাতীয় স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

১৯৯১ – কাজাখস্তান নিজেদের স্বাধীনতা ঘোষণা করে।

১৯৯৮ – প্যারিসের একটি আপীল আদালত ফ্রান্সের বিশিষ্ট মুসলিম দার্শনিক, ইতিহাসবিদ ও লেখক রজার গারুদিকে হোলোকাস্টের কথিত গণহত্যার কল্পকাহিনী অস্বীকার করার অপরাধে জেল ও জরিমানা করে।

২০২১ – স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষ্যে দেশবাসীকে শপথ পড়ান তৎকালীন প্রধানমন্ত্রী – শেখ হাসিনা।

জন্ম

১৭৭৫ – জেন অস্টেন একজন ইংরেজ ঔপন্যাসিক।[১]

১৮৪০ -উমেশচন্দ্র দত্ত,সমাজ সংস্কারক ও শিক্ষাবিদ।(মৃ.১৯/০৬/১৯০৭)

১৮৮২ – বাঙালি সঙ্গীতজ্ঞ দিনেন্দ্রনাথ ঠাকুর। (মৃ.২১/০৭/১৯৩৫)

১৯১৭ – আর্থার সি ক্লার্ক, একজন বিখ্যাত বিজ্ঞান কল্পকাহিনী লেখক এবং উদ্ভাবক।[১](জ.১৯/০৩/২০০৮)

১৯০৬ – মাহমুদা খাতুন সিদ্দিকা, বাঙালি কবি।[১]

১৯৩৬ – বাঙালি কবি ও লেখক সামসুল হক।(মৃ.১৯৯৭)

১৯৪০ – মাহমুদুন্নবী, বাংলাদেশি সঙ্গীতশিল্পী।[১]

১৯৪০ – শিশুসাহিত্যিক এখলাসউদ্দিন আহমদ।

১৯৪২ – কবি হায়াৎ সাইফ। (মৃ.১৩/০৫/২০১৯)

১৯৪৭ – বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল।

মৃত্যু

১২৭৩ – কবি জালাল উদ্দিন রুমী।

১৮৫৯ – ভিলহেল্ম গ্রিম, জার্মান লেখক।

১৯০১ – নবাব খাজা আহসানউলস্নাহর।

১৯৭৫ – প্রখ্যাত বাঙালি সঙ্গীতজ্ঞ অনাথনাথ বসু। (জ.১৮৯৬)

১৯৬৫ -ইংরেজ কথাসাহিত্যিক ও নাট্যকার উইলিয়াম সমারসেট মম্।(জ.২৫/০১/১৮৭৪)

১৯৮৭ – অখিলচন্দ্র নন্দী – ব্রিটিশবিরোধী বিপ্লবী ও সাম্যবাদী কর্মী।(জ.০৭/০৩/১৯০৭)

১৯৯৫ – কণ্ঠশিল্পী ফিরোজ সাই।

ছুটি ও অন্যান্য

বিজয় দিবস, বাংলাদেশ