8:34 pm, Sunday, 22 December 2024

ওয়াশিংটনে  বাংলাদেশের শ্রম পরিস্থিতি নিয়ে আলোচনা

  • কারুবাক
  • আপডেটের সময় : ০৬:০৪:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩
  • 42 ভিউ
শেয়ার করুন

নিউইউর্ক প্রতিনিধি

ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত শ্রমমন্ত্রী জুলি সুর সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান। স্থানীয় সময় গত বৃহস্পতিবার বিকেলে ইউএস ডিপার্টমেন্ট অব লেবার বা মার্কিন শ্রম দপ্তর আয়োজিত অনুষ্ঠানের সাইডলাইনে এ বৈঠক হয়। বৈঠকে তারা বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা করেন।

বৈঠকে রাষ্ট্রদূত এবং ভারপ্রাপ্ত মার্কিন শ্রমমন্ত্রী বাংলাদেশের বর্তমান শ্রম পরিস্থিতি এবং শ্রমিকদের অধিকার রক্ষায় সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করেন। তারা বাংলাদেশের শ্রমমান নিয়ে দুই সরকারের বিভিন্ন পর্যায়ে সম্পৃক্ত থাকা এবং সংশ্লিষ্ট অংশীদারদের উদ্বেগ নিরসনের ব্যাপারে একমত হন।

একই সময় রাষ্ট্রদূত ইমরান শ্রম দপ্তরের ডেপুটি আন্ডার সেক্রেটারি মিজ থিয়া লির সঙ্গেও সাক্ষাৎ করেন। বৈঠক দুটিতে ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (কমার্স) সেলিম রেজাও উপস্থিত ছিলেন।

 

#
জনপ্রিয়

ওয়াশিংটনে  বাংলাদেশের শ্রম পরিস্থিতি নিয়ে আলোচনা

আপডেটের সময় : ০৬:০৪:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩
শেয়ার করুন

নিউইউর্ক প্রতিনিধি

ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত শ্রমমন্ত্রী জুলি সুর সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান। স্থানীয় সময় গত বৃহস্পতিবার বিকেলে ইউএস ডিপার্টমেন্ট অব লেবার বা মার্কিন শ্রম দপ্তর আয়োজিত অনুষ্ঠানের সাইডলাইনে এ বৈঠক হয়। বৈঠকে তারা বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা করেন।

বৈঠকে রাষ্ট্রদূত এবং ভারপ্রাপ্ত মার্কিন শ্রমমন্ত্রী বাংলাদেশের বর্তমান শ্রম পরিস্থিতি এবং শ্রমিকদের অধিকার রক্ষায় সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করেন। তারা বাংলাদেশের শ্রমমান নিয়ে দুই সরকারের বিভিন্ন পর্যায়ে সম্পৃক্ত থাকা এবং সংশ্লিষ্ট অংশীদারদের উদ্বেগ নিরসনের ব্যাপারে একমত হন।

একই সময় রাষ্ট্রদূত ইমরান শ্রম দপ্তরের ডেপুটি আন্ডার সেক্রেটারি মিজ থিয়া লির সঙ্গেও সাক্ষাৎ করেন। বৈঠক দুটিতে ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (কমার্স) সেলিম রেজাও উপস্থিত ছিলেন।