কারুবাক ডেস্ক:
২০২৩ শেষ হতে বাকি আর মাত্র কয়েকদিন। আসছে নতুন বছর। তবে পুরোনো বছরে আমাদের জীবনে যুক্ত হয়েছে নানান ঘটনা। ইন্টারনেটের দৌলতে এক দশকেরও বেশি সময় ধরে উইকিপিডিয়া মানুষকে জানাচ্ছে নানা তথ্য। আঙুলের চাপেই চোখের সামনে খুলে যাচ্ছে হাজার হাজার তথ্য।
মানুষের এই তথ্য জানার আগ্রহকে কুর্নিশ জানাতে প্রতি বছরই উইকিমিডিয়া ফাউন্ডেশন একটা সমীক্ষা চালায়, সেখানে দেখা হয়, সারা বছর মানুষের আগ্রহ কোথায় ছিল। অর্থাৎ উইকিপিডিয়াতে সবচেয়ে বেশি কোন বিষয়টির খোঁজ করেছেন বিশ্বের মানুষ।
উইকিমিডিয়া ফাউন্ডেশনের সমীক্ষায় উঠে এসেছে ২৫টি বিষয়। যেগুলোতে সারাবছর প্রায় ৮৪ বিলিয়ন ‘ভিউ’ হয়েছে। জেনে নিন সেগুলো কী–
সবার প্রথমেই আছে চ্যাটজিপিটি, যার সার্চ সংখ্যা ৪৯ কোটি ৪ লাখ ৯০ হাজার ৪০৬ বার। এরপর ডেথস ইন ২০২৩, সার্চ সংখ্যা ৪২ কোটি ৬ লাখ ৬৬ হাজার ৮৬০ বার। ২০২৩ ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, সার্চ সংখ্যা ৩৮ কোটি ১ লাখ ৭১ হাজার ৬৫৩ বার। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ৩২ লাখ ১২ হাজার ৮১০ বার। ওপেনহেইমার (চলচ্চিত্র) সার্চ সংখ্যা ২৮ কোটি ৩ লাখ ৪৮ হাজার ২৪৮ বার। ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সার্চ করা হয়েছে ২৫ কোটি ৯ লাখ ৬১ হাজার ৪১৭ বার।
এই তালিকায় আরও আছে জে রবার্ট ওপেনহেইমার, জাওয়ান (সিনেমা), ২০২৩ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, পাঠান (সিনেমা), দ্য লাস্ট অব আস (টিভি সিরিজ), টেইলর সুইফট, বার্বি (সিনেমা), ক্রিস্টিয়ান রোনালদো, লিওনেল মেসি, প্রিমিয়ার লিগ, ম্যাথু পেরি, ইউনাইটেড স্টেট, ইলম মাস্ক, অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার, ইন্ডিয়া, লিসা মেরি প্রিসলি, গার্ডিয়ান অব দ্য গ্যালাক্সি ভিও১ রাশিয়ান ইনভিশন অব ইউক্রেন, অ্যান্ড্রু টেট।
সূত্র: ইউএসএ টুডে