6:52 am, Monday, 23 December 2024

হাবিবা লাবনীর কবিতা

  • কারুবাক
  • আপডেটের সময় : ০৯:১৪:১৭ পূর্বাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩
  • 107 ভিউ
শেয়ার করুন

শেষ চুমু

সেই কবে শেষ চুমুটা দিয়ে তোমায় ছেড়ে এসেছি।
ছেড়ে এসেছি তবে ছেড়ে থাকা বড় দায়!
শেষবার যখন তোমার বুকে মাথা রাখলাম;
তুমি আমি কেউই বুঝতে পারিনি;এই তবে শেষ!
কত বসন্ত কেটে গেল; কত দোয়েল শিষ দিয়ে গেল;
এলো গেল কত প্রেমিক!
বেহিসেবি চুমুতে সকাল সন্ধ্যা রাত ফুরাল কত!
কাটাতে চেয়েছি সেই নেশা! আধারে জড়ানো নেশা!
তোমার নেশা! শেষ চুমুর নেশা!ভোগায় আজো;
তাড়াতে পারলাম কই? পারা যায়না।
যাতনা কমাতে ছড়িয়ে দিলাম যাতনাময় এ নেশা;
অনুরত প্রেমিকেরা পীড়নে জ্বলে,
সেই জ্বলনের দহন নিয়ত চলে।
এক জীবনে আর সহেনা; এত যাতনা-এত বেদনা।
তোমারও কী এমন!আমার মতন!
তবে কী এমন হবেনা কখনো?
কোন এক আবীরমাখা ভোরে,
হঠাৎ আমার ঘুমন্ত মুখখানি দুহাতের মুঠোয় ভরে
ঠোঁটদুটি মুখে পুড়ে বললে, “নেশা কাটাতে এসেছি!
তোমার নেশা! ছাড়া যায়না তোমার নেশা।”
#
জনপ্রিয়

হাবিবা লাবনীর কবিতা

আপডেটের সময় : ০৯:১৪:১৭ পূর্বাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩
শেয়ার করুন

শেষ চুমু

সেই কবে শেষ চুমুটা দিয়ে তোমায় ছেড়ে এসেছি।
ছেড়ে এসেছি তবে ছেড়ে থাকা বড় দায়!
শেষবার যখন তোমার বুকে মাথা রাখলাম;
তুমি আমি কেউই বুঝতে পারিনি;এই তবে শেষ!
কত বসন্ত কেটে গেল; কত দোয়েল শিষ দিয়ে গেল;
এলো গেল কত প্রেমিক!
বেহিসেবি চুমুতে সকাল সন্ধ্যা রাত ফুরাল কত!
কাটাতে চেয়েছি সেই নেশা! আধারে জড়ানো নেশা!
তোমার নেশা! শেষ চুমুর নেশা!ভোগায় আজো;
তাড়াতে পারলাম কই? পারা যায়না।
যাতনা কমাতে ছড়িয়ে দিলাম যাতনাময় এ নেশা;
অনুরত প্রেমিকেরা পীড়নে জ্বলে,
সেই জ্বলনের দহন নিয়ত চলে।
এক জীবনে আর সহেনা; এত যাতনা-এত বেদনা।
তোমারও কী এমন!আমার মতন!
তবে কী এমন হবেনা কখনো?
কোন এক আবীরমাখা ভোরে,
হঠাৎ আমার ঘুমন্ত মুখখানি দুহাতের মুঠোয় ভরে
ঠোঁটদুটি মুখে পুড়ে বললে, “নেশা কাটাতে এসেছি!
তোমার নেশা! ছাড়া যায়না তোমার নেশা।”