আমাদের দৈনন্দিন চলার পথে ঘটে যাওয়া ঘটনাগুলো স্মৃতি হয়ে জমে থাকে ধুলোর আস্তরণের নিচে। অন্তঃসলিলা নদীর মতো হৃদয়ের অন্তঃস্থলে নীরবে-নিভৃতে বয়ে চলে। কখনো কখনো ধুলোর আস্তরণ আলগা হয়ে গেলে টুকরো টুকরো ঘটনাগুলো আমাদেরকে ভাবিত করে। মেঘ সরে গেলে হঠাৎ সূর্যের আলোর ঝলকানিতে যেমন প্রকৃতি পুলকিত হয়ে ওঠে তদ্রƒপ এ রকম কিছু কিছু ঘটনা হঠাৎ করেই আমাদের মনোজগতে আলোড়ন তোলে। বালির স্তর, নুড়িপাথরের আবরণ ভেদ করে যেমন অন্তঃপ্রবাহী নদী ঝরনাধারা হয়ে বেরিয়ে আসে, তেমনি আমাদের স্মৃতির কুয়াশা ভেদ করে দু’-চারটা ঘটনা উচ্ছল ঝরনাধারা না হোক, ক্ষীণ পাহাড়ি জলধারার মতো নেমে আসে। এমনি কিছু নিতান্ত ব্যক্তিগত অভিজ্ঞতা বহতা জীবনের নানা ঘটনার সাথে মিশেল দিয়ে পরিবেশন করা হয়েছে আমার দ্বিতীয় গ্রন্থ ‘অন্তঃপ্রবাহ’-এ।
7:56 pm, Sunday, 22 December 2024
আবদুল মাজেদের জনপ্রিয় প্রবন্ধ ‘অন্তঃপ্রবাহ’
- কারুবাক
- আপডেটের সময় : ১২:২৮:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অগাস্ট ২০২৪
- 102 ভিউ
#
জনপ্রিয়