7:08 pm, Sunday, 22 December 2024

ধূসর মেঘের খাম :সুমনা শিলা

  • কারুবাক
  • আপডেটের সময় : ১১:১৩:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪
  • 81 ভিউ
শেয়ার করুন

ভালোবাসা কারে কয় : মানুষ কতটা অসহায় হলে এভাবে কাঁদতে পারে। সেদিন আমি বুঝেছিলাম। ও বার বার আমার দিকে তাকাচ্ছিল। ভাবছিল আমি বলবো চলো পালিয়ে যাই। কিন্তু আমি তা বলতে পারিনি।
বিষাদের চুম্বন : মুগ্ধ করা পাখির পালকের মতো দু’টো হৃদয় উড়ে গেল ধবধবে সাদা মেঘের সাথে হেমন্তের সোনালি ডানায় ভর করে। কুয়াশার চাদরে আবৃত হলো দু’টো শরীর।
শূন্যের ভিতরে ঢেউ : রাত তখন আটটা। ছাদ থেকে কে যেন লাফিয়ে পড়লো, শিল্পী আক্তার বৃষ্টিকে কোথাও খুঁজে পেল না।
প্রজাপতির ভালোবাসা : আলিফ ছোট্ট চিরকুট পাঠালোÑ চলো আমরা প্রেমে পড়ি। কুহুর ছোট্ট পাখির মতো হৃদয়টা কেঁপে উঠলো। চোখে ভাসতে লাগলো নানান রঙের স্বপ্ন সেই স্বপ্ন কখনো ধবধবে সাদা কখনো যা ধূসর।
শেষ চিরকুট : ঘুমাতে যাওয়ার আগে আমরা কফি খাই। ওর সাথে সাথে আমার ও এ অভ্যাস আয়ত্ব হয়েছে। কফি শেষ হতেই আমার কেমন ঘুম পায়। আমি গভীর ঘুমে তলিয়ে যাই।

#
জনপ্রিয়

ধূসর মেঘের খাম :সুমনা শিলা

আপডেটের সময় : ১১:১৩:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪
শেয়ার করুন

ভালোবাসা কারে কয় : মানুষ কতটা অসহায় হলে এভাবে কাঁদতে পারে। সেদিন আমি বুঝেছিলাম। ও বার বার আমার দিকে তাকাচ্ছিল। ভাবছিল আমি বলবো চলো পালিয়ে যাই। কিন্তু আমি তা বলতে পারিনি।
বিষাদের চুম্বন : মুগ্ধ করা পাখির পালকের মতো দু’টো হৃদয় উড়ে গেল ধবধবে সাদা মেঘের সাথে হেমন্তের সোনালি ডানায় ভর করে। কুয়াশার চাদরে আবৃত হলো দু’টো শরীর।
শূন্যের ভিতরে ঢেউ : রাত তখন আটটা। ছাদ থেকে কে যেন লাফিয়ে পড়লো, শিল্পী আক্তার বৃষ্টিকে কোথাও খুঁজে পেল না।
প্রজাপতির ভালোবাসা : আলিফ ছোট্ট চিরকুট পাঠালোÑ চলো আমরা প্রেমে পড়ি। কুহুর ছোট্ট পাখির মতো হৃদয়টা কেঁপে উঠলো। চোখে ভাসতে লাগলো নানান রঙের স্বপ্ন সেই স্বপ্ন কখনো ধবধবে সাদা কখনো যা ধূসর।
শেষ চিরকুট : ঘুমাতে যাওয়ার আগে আমরা কফি খাই। ওর সাথে সাথে আমার ও এ অভ্যাস আয়ত্ব হয়েছে। কফি শেষ হতেই আমার কেমন ঘুম পায়। আমি গভীর ঘুমে তলিয়ে যাই।