7:42 pm, Sunday, 22 December 2024

অচেনা সৌরভ : রেজাউল করিম খোকন

  • কারুবাক
  • আপডেটের সময় : ১০:৫৮:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪
  • 69 ভিউ
শেয়ার করুন

‘অচেনা সৌরভ’ সহ মোট সাতটি গল্প রয়েছে এই বইয়ে। সবগুলো গল্পই বিভিন্ন জাতীয় দৈনিকের সাহিত্য পাতায়, সাময়িকীতে প্রকাশিত হয়েছে। গল্পের চরিত্রগুলো আমাদের খুব চেনাজানা পরিবেশ থেকে উঠে এসেছে। গল্পগুলো পড়তে গিয়ে পাঠক চারপাশের নিত্যদিনের বাস্তবতাকে খুঁজে পাবেন খুব সহজেই। প্রতিদিনই আমাদের ঘরে-পরিবারে, আশেপাশে এমন ঘটনা আকছার ঘটছে। তবুও গল্পগুলো কোনো না কোনোভাবে হৃদয়ের গহীনে নাড়া দিয়ে যাবে তীব্রভাবে। সামাজিক নানা অসঙ্গতি, অনিয়ম, অপশাসন, অস্বাভাবিকতা ইত্যাদি সম্পর্কে নতুনভাবে সচেতন করবে।

#
জনপ্রিয়

অচেনা সৌরভ : রেজাউল করিম খোকন

আপডেটের সময় : ১০:৫৮:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪
শেয়ার করুন

‘অচেনা সৌরভ’ সহ মোট সাতটি গল্প রয়েছে এই বইয়ে। সবগুলো গল্পই বিভিন্ন জাতীয় দৈনিকের সাহিত্য পাতায়, সাময়িকীতে প্রকাশিত হয়েছে। গল্পের চরিত্রগুলো আমাদের খুব চেনাজানা পরিবেশ থেকে উঠে এসেছে। গল্পগুলো পড়তে গিয়ে পাঠক চারপাশের নিত্যদিনের বাস্তবতাকে খুঁজে পাবেন খুব সহজেই। প্রতিদিনই আমাদের ঘরে-পরিবারে, আশেপাশে এমন ঘটনা আকছার ঘটছে। তবুও গল্পগুলো কোনো না কোনোভাবে হৃদয়ের গহীনে নাড়া দিয়ে যাবে তীব্রভাবে। সামাজিক নানা অসঙ্গতি, অনিয়ম, অপশাসন, অস্বাভাবিকতা ইত্যাদি সম্পর্কে নতুনভাবে সচেতন করবে।