7:32 am, Monday, 23 December 2024

এক জীবনে :  রেজাউদ্দিন স্টালিন

  • কারুবাক
  • আপডেটের সময় : ০১:৪৪:৫৮ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪
  • 221 ভিউ
শেয়ার করুন

 

রোজ বিকেলে দু’চোখ মেলে খুঁজছি মাকে,
পাখির ডাকে পাতার ঠোঁটে লুকিয়ে থাকে।

ছায়ায় ঢাকা পথের ধুলো সবুজ ডানা,
সবার কাছে ব্যথার কথা বলতে মানা।

ভোরের আলো যখন আসে ঘাসের ঘরে,
ঘুম তখনো লেপ্টে আছে সাড়ম্বরে।

কাঠবেড়ালি বললো সেতো অনাদিকাল,
খুঁজছি তাকে জলেস্থলে শুধু আড়াল।

মৌমাছি খুব ব্যস্ত ছিলো বললো হেসে,
তার বাড়িতো জোছনাভরা চাঁদের দেশে।

হঠাৎ আসে সন্ধ্যেবেলা খুব সকালে,
যায় চলে সে ইচ্ছে হলে চক্রাবালে।

হারিয়ে মাকে ফেলবো নাকি হচ্ছি ভীত,
নীল পরী সে সাদা বাতাস অপ্রাকৃত।

যেখানে থাক দেখবো মাকে এক জীবনে,
বাংলাদেশের মাঠ নদী ও পলাশ বনে।

#
জনপ্রিয়

এক জীবনে :  রেজাউদ্দিন স্টালিন

আপডেটের সময় : ০১:৪৪:৫৮ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪
শেয়ার করুন

 

রোজ বিকেলে দু’চোখ মেলে খুঁজছি মাকে,
পাখির ডাকে পাতার ঠোঁটে লুকিয়ে থাকে।

ছায়ায় ঢাকা পথের ধুলো সবুজ ডানা,
সবার কাছে ব্যথার কথা বলতে মানা।

ভোরের আলো যখন আসে ঘাসের ঘরে,
ঘুম তখনো লেপ্টে আছে সাড়ম্বরে।

কাঠবেড়ালি বললো সেতো অনাদিকাল,
খুঁজছি তাকে জলেস্থলে শুধু আড়াল।

মৌমাছি খুব ব্যস্ত ছিলো বললো হেসে,
তার বাড়িতো জোছনাভরা চাঁদের দেশে।

হঠাৎ আসে সন্ধ্যেবেলা খুব সকালে,
যায় চলে সে ইচ্ছে হলে চক্রাবালে।

হারিয়ে মাকে ফেলবো নাকি হচ্ছি ভীত,
নীল পরী সে সাদা বাতাস অপ্রাকৃত।

যেখানে থাক দেখবো মাকে এক জীবনে,
বাংলাদেশের মাঠ নদী ও পলাশ বনে।