7:51 pm, Sunday, 22 December 2024

তেজগাঁও কলেজে কবিতা উৎসব

  • কারুবাক
  • আপডেটের সময় : ০১:৫১:১২ অপরাহ্ন, বুধবার, ১ মে ২০২৪
  • 217 ভিউ
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

২ মে ২০২৪ বৃহস্পতিবার বিকেল ৫টায় ঢাকার প্রাণকেন্দ্রে তেজগাঁও কলেজের প্রিন্সিপাল আব্দুর রশিদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে কবিতা উসব ২০২৪। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কবি আসাদ মান্নান, উদ্বোধক ড. মাসুদ পথিকে এবং সভাপতি হিসেবে থাকবেন তেহগাঁও কলেজের অধ্যক্ষ  ড. মো: হারুন-অর-রশীদ। এছাড়াও সম্মনিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কবি আসলাম সানী এবং প্রফেসর আঞ্জুমান আরা। বিশেষ অতিথি থাকবেন হাসনাইন সাজ্জাদী, রমজান মাহমুদ, কবিতা সোনালী, হাসিদা মুন এবং সেলিম দৌলা খান।

স্বাগত বক্তব্য প্রদান করবেন মাহবুবা বেগম। অনুষ্ঠানে কবিতা পাঠ করবেন সমকালীন কবিগণ।

#
জনপ্রিয়

তেজগাঁও কলেজে কবিতা উৎসব

আপডেটের সময় : ০১:৫১:১২ অপরাহ্ন, বুধবার, ১ মে ২০২৪
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

২ মে ২০২৪ বৃহস্পতিবার বিকেল ৫টায় ঢাকার প্রাণকেন্দ্রে তেজগাঁও কলেজের প্রিন্সিপাল আব্দুর রশিদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে কবিতা উসব ২০২৪। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কবি আসাদ মান্নান, উদ্বোধক ড. মাসুদ পথিকে এবং সভাপতি হিসেবে থাকবেন তেহগাঁও কলেজের অধ্যক্ষ  ড. মো: হারুন-অর-রশীদ। এছাড়াও সম্মনিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কবি আসলাম সানী এবং প্রফেসর আঞ্জুমান আরা। বিশেষ অতিথি থাকবেন হাসনাইন সাজ্জাদী, রমজান মাহমুদ, কবিতা সোনালী, হাসিদা মুন এবং সেলিম দৌলা খান।

স্বাগত বক্তব্য প্রদান করবেন মাহবুবা বেগম। অনুষ্ঠানে কবিতা পাঠ করবেন সমকালীন কবিগণ।