1:13 am, Monday, 23 December 2024

জনসচেতনতা বৃদ্ধির লক্ষে নিয়ে মেলায় ফায়ার সার্ভিস

  • কারুবাক
  • আপডেটের সময় : ১০:৪৬:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৪
  • 73 ভিউ
শেয়ার করুন

কারুবাক ডেস্ক :

দুর্ঘটনা-দুর্যোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে প্রতিবারের মতো এবারও সচেতনতামূলক বই নিয়ে মেলায় হাজির হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। বইমেলায় প্রবেশের পরই তথ্যকেন্দ্রের পাশেই এই স্টল।

দুর্ঘটনা-দুর্যোগ প্রতিরোধের মেলায় ফায়ার সার্ভিসের বই।

স্টলে বিভিন্ন ধরনের জনসচেতনামূলক বইয়ের মধ্যে অন্যতম ‘স্টাডি গাইড অব ফায়ার, রেসকিউ অ্যান্ড হেল্থ সেফটি’।

ভূমিকম্পের পূর্ববর্তী এবং পরবর্তী নান দিকনির্দেশনা নিয়ে ‘ভূমিকম্পের সচেতনতা’ বইটি পাঠকরা খুব পছন্দ করছেন বলে জানান ফায়ার ফাইটার সবুজ বিশ্বাস।

তিনি বলেন, আগুন থেকে সাবধান, বজ্রপাতে নিরাপত্তা, বেসিক ফার্স্ট এইড ফর মেডিক্যাল ইমার্জেন্সি-এই বইগুলো পাঠকরা খুব পছন্দ করছেন। এছাড়া রয়েছে স্ট্রাকচারাল ফায়ারফাইটিং, হ্যাজমেট রেসপন্স গাইড, ল্যান্ডস্লাইড রেসপন্স, জাহাজের আগুন নামের বই। আরও কিছু বই মেলায় আসবে।

সবুজ বিশ্বাস বলেন, বইগুলো দুর্যোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সহায়ক হবে। আমরা বিভিন্ন দুর্ঘটনার কবলে পড়ি, দুর্যোগের কবলে পড়ি কিন্তু তাৎক্ষণিক আমাদের কী করতে হবে তা জানি না। অনেক সময় বুঝে ওঠতে পারি না। তাই আমাদের বইগুলো এক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে।

কিশোরগঞ্জের থেকে আসা জহরুল ইসলাম মেডিকেল কলেজের শিক্ষার্থী সাফওয়ান শাকিল জানান, মেলায় এই স্টলটি একটু ভিন্ন। সব স্টলে গল্প, উপন্যাস কিংবা কবিতার বই পাওয়া গেলেও এখানে ভিন্নধর্মী বই মিলছে। যা আমাদের বাস্তবিক জীবনে জন্য খুবই জরুরি। দুর্যোগ মোকাবিলায় প্রাথমিক যে জ্ঞান প্রয়োজন, তা আমাদের অনেকেরই নেই। তাই এক্ষেত্রে এখানকার বইগুলো সহায়ক হবে।

 

#
জনপ্রিয়

জনসচেতনতা বৃদ্ধির লক্ষে নিয়ে মেলায় ফায়ার সার্ভিস

আপডেটের সময় : ১০:৪৬:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৪
শেয়ার করুন

কারুবাক ডেস্ক :

দুর্ঘটনা-দুর্যোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে প্রতিবারের মতো এবারও সচেতনতামূলক বই নিয়ে মেলায় হাজির হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। বইমেলায় প্রবেশের পরই তথ্যকেন্দ্রের পাশেই এই স্টল।

দুর্ঘটনা-দুর্যোগ প্রতিরোধের মেলায় ফায়ার সার্ভিসের বই।

স্টলে বিভিন্ন ধরনের জনসচেতনামূলক বইয়ের মধ্যে অন্যতম ‘স্টাডি গাইড অব ফায়ার, রেসকিউ অ্যান্ড হেল্থ সেফটি’।

ভূমিকম্পের পূর্ববর্তী এবং পরবর্তী নান দিকনির্দেশনা নিয়ে ‘ভূমিকম্পের সচেতনতা’ বইটি পাঠকরা খুব পছন্দ করছেন বলে জানান ফায়ার ফাইটার সবুজ বিশ্বাস।

তিনি বলেন, আগুন থেকে সাবধান, বজ্রপাতে নিরাপত্তা, বেসিক ফার্স্ট এইড ফর মেডিক্যাল ইমার্জেন্সি-এই বইগুলো পাঠকরা খুব পছন্দ করছেন। এছাড়া রয়েছে স্ট্রাকচারাল ফায়ারফাইটিং, হ্যাজমেট রেসপন্স গাইড, ল্যান্ডস্লাইড রেসপন্স, জাহাজের আগুন নামের বই। আরও কিছু বই মেলায় আসবে।

সবুজ বিশ্বাস বলেন, বইগুলো দুর্যোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সহায়ক হবে। আমরা বিভিন্ন দুর্ঘটনার কবলে পড়ি, দুর্যোগের কবলে পড়ি কিন্তু তাৎক্ষণিক আমাদের কী করতে হবে তা জানি না। অনেক সময় বুঝে ওঠতে পারি না। তাই আমাদের বইগুলো এক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে।

কিশোরগঞ্জের থেকে আসা জহরুল ইসলাম মেডিকেল কলেজের শিক্ষার্থী সাফওয়ান শাকিল জানান, মেলায় এই স্টলটি একটু ভিন্ন। সব স্টলে গল্প, উপন্যাস কিংবা কবিতার বই পাওয়া গেলেও এখানে ভিন্নধর্মী বই মিলছে। যা আমাদের বাস্তবিক জীবনে জন্য খুবই জরুরি। দুর্যোগ মোকাবিলায় প্রাথমিক যে জ্ঞান প্রয়োজন, তা আমাদের অনেকেরই নেই। তাই এক্ষেত্রে এখানকার বইগুলো সহায়ক হবে।