7:35 pm, Sunday, 22 December 2024

স্বপ্নের ব্যাটিং সঙ্গী কে, জানালেন বাবর

  • কারুবাক
  • আপডেটের সময় : ১০:০২:১৪ পূর্বাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪
  • 55 ভিউ
শেয়ার করুন

কারুবাক ডেস্ক :

বর্তমান ক্রিকেটবিশ্বের অন্যতম জনপ্রিয় নাম বাবর আজম। দুর্দান্ত ক্রিকেট খেলে আরও বড় হতে চান পাকিস্তানি তারকা। তাই নিজের দক্ষতা বাড়াতে বাবর অনুসরণ করেন ক্রিকেটের সাবেক বড় তারকাদের।

সম্প্রতি ভক্তদের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক আন্তক্রিয়ায় যুক্ত হন বাবর। সেখানে নিজের বেশকিছু আবেগঘন মুহূর্তের কথা স্মরণ করেন তিনি। প্রথমে বাবর তার আন্তর্জাতিক ক্যারিয়ারে অভিষেকের সময়কে মনে করেন। অধিনায়ক হওয়ার মুহূর্তকেও তার ক্যারিয়ারের অন্যতম আবেগময় বলে জানান। একই সঙ্গে বিশ্বকাপে জিম্বাবুয়ের কাছে হেরে যাওয়ার বাবরের কাছে সবচেয়ে হৃদয়বিদারক মুহূর্ত।

আলাপ চলাকালে এক ভক্ত বাবরের কাছে জানতে চান, কার সঙ্গে ব্যাট করার স্বপ্ন দেখেন বাবর। অর্থ্যাৎ কাকে ব্যাটিং সঙ্গী হিসেবে চান বাবর। সোজা-সাপ্টা উত্তর দিলেন পাক ক্রিকেটারের। জানালেন, দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবিডি ভিলিয়ার্সের সঙ্গে ব্যাট করতে চান তিনি।

বাবর বলেন, ‘এবি ডি ভিলিয়ার্স সবসময়ই আমার স্বপ্নের ব্যাটিং সঙ্গী। আমি তার বিপক্ষে খেলেছি কিন্তু তার সঙ্গে খেলতে পারি নি।

সেই আলাপে যোগ দিয়ে পাকিস্তানি তারকা ক্রিকেটারের উত্তরে জবাব দিলেন ডি ভিলিয়ার্সও। প্রোটিয়া ব্যাটার জানান, বাবরের সঙ্গে ব্যাট করাটা তিনিও পছন্দ করতেন ।

বাবরের কাভার ড্রাইভ ভক্তদের খুব পছন্দের। আর সেটা হবেই না কেন? বাবরের কাভার ড্রাইভ যে আসলেই দুর্দান্ত; চোখে তাক লাগানোর মতোই। তবে বাবরের কাছে কোন ক্রিকেটারের কাভার ড্রাইভ পছন্দের সেটিই জানতে চান ভক্তরা।

জবাবে বাবর জানালেন, অস্ট্রেলিয়ার ব্যাটার স্টিভ স্মিথের কাভার ড্রাইভ তার পছন্দের।

বাবর ও তার আরেক সতীর্থ মোহাম্মদ রিজওয়ান বর্তমানে বিপিএল খেলছেন। রংপুর রাইডার্সের হয়ে বাবর আর রিজওয়ান খেলছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে।

 

#
জনপ্রিয়

স্বপ্নের ব্যাটিং সঙ্গী কে, জানালেন বাবর

আপডেটের সময় : ১০:০২:১৪ পূর্বাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪
শেয়ার করুন

কারুবাক ডেস্ক :

বর্তমান ক্রিকেটবিশ্বের অন্যতম জনপ্রিয় নাম বাবর আজম। দুর্দান্ত ক্রিকেট খেলে আরও বড় হতে চান পাকিস্তানি তারকা। তাই নিজের দক্ষতা বাড়াতে বাবর অনুসরণ করেন ক্রিকেটের সাবেক বড় তারকাদের।

সম্প্রতি ভক্তদের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক আন্তক্রিয়ায় যুক্ত হন বাবর। সেখানে নিজের বেশকিছু আবেগঘন মুহূর্তের কথা স্মরণ করেন তিনি। প্রথমে বাবর তার আন্তর্জাতিক ক্যারিয়ারে অভিষেকের সময়কে মনে করেন। অধিনায়ক হওয়ার মুহূর্তকেও তার ক্যারিয়ারের অন্যতম আবেগময় বলে জানান। একই সঙ্গে বিশ্বকাপে জিম্বাবুয়ের কাছে হেরে যাওয়ার বাবরের কাছে সবচেয়ে হৃদয়বিদারক মুহূর্ত।

আলাপ চলাকালে এক ভক্ত বাবরের কাছে জানতে চান, কার সঙ্গে ব্যাট করার স্বপ্ন দেখেন বাবর। অর্থ্যাৎ কাকে ব্যাটিং সঙ্গী হিসেবে চান বাবর। সোজা-সাপ্টা উত্তর দিলেন পাক ক্রিকেটারের। জানালেন, দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবিডি ভিলিয়ার্সের সঙ্গে ব্যাট করতে চান তিনি।

বাবর বলেন, ‘এবি ডি ভিলিয়ার্স সবসময়ই আমার স্বপ্নের ব্যাটিং সঙ্গী। আমি তার বিপক্ষে খেলেছি কিন্তু তার সঙ্গে খেলতে পারি নি।

সেই আলাপে যোগ দিয়ে পাকিস্তানি তারকা ক্রিকেটারের উত্তরে জবাব দিলেন ডি ভিলিয়ার্সও। প্রোটিয়া ব্যাটার জানান, বাবরের সঙ্গে ব্যাট করাটা তিনিও পছন্দ করতেন ।

বাবরের কাভার ড্রাইভ ভক্তদের খুব পছন্দের। আর সেটা হবেই না কেন? বাবরের কাভার ড্রাইভ যে আসলেই দুর্দান্ত; চোখে তাক লাগানোর মতোই। তবে বাবরের কাছে কোন ক্রিকেটারের কাভার ড্রাইভ পছন্দের সেটিই জানতে চান ভক্তরা।

জবাবে বাবর জানালেন, অস্ট্রেলিয়ার ব্যাটার স্টিভ স্মিথের কাভার ড্রাইভ তার পছন্দের।

বাবর ও তার আরেক সতীর্থ মোহাম্মদ রিজওয়ান বর্তমানে বিপিএল খেলছেন। রংপুর রাইডার্সের হয়ে বাবর আর রিজওয়ান খেলছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে।