কারুবাক রিপোর্ট :
শুক্রবার ৫ জানুয়ারি সন্ধ্যায় ঢাকার কাঁটাবনের ম্যাজিক লণ্ঠন কার্যালয়ে নিয়মিত সাপ্তাহিক আড্ডা ৮৫৬ অনুষ্ঠিত হয়। আড্ডায় বক্তাগণ বলেন-
‘আড্ডা সমৃদ্ধ হওয়ার জায়গা।’
‘কবিতার ভেতরে অনেক কিছুই ধারণ করা যায়।’
‘কবিতা যে কোনো বিষয়ের হতে পারে। সামাজিক, রাজনৈতিক নানান কিছু কবিতায় তুলে ধরা যায়।’
‘কবিতা কঠিন মনে হয় কেন? কারণ, অনেক ধরনের, অনেক চিন্তার মানুষ কবিতা লেখেন। তাদের গভীর ভাবনার প্রতিফলন ঘটে কবিতায়।’
‘কবিতাকে জনপ্রিয় করার পেছনে অগ্রজ কবিদের অনেক অবদান আছে।’
‘কবিতার মাঠ উন্মুক্ত।’
‘কবি ছন্দ নির্মাণও করেন।’
‘কবিতা সবকিছুর ওপরে।’
‘কবিতায় অনেক শিল্প মাধ্যমের সন্নিবেশ ঘটানো যায়।’
‘শিল্পের একেকটা মাধ্যম একেক কিছুকে প্রকাশ করে।’
‘কবি একটি শব্দের জন্য অনেক ত্যাগ স্বীকার করেন।’
‘কবিতায় অনেক ভাবের উন্মেষ ঘটানো যায়।’
‘শব্দ ব্যবহারের ক্ষেত্রে কবিকে আধুনিক হতে হয়।’
‘শব্দের ভেতর থেকে অর্থ বের করে আনা কবির কাজ।’
‘পুষ্পের গন্ধ বেরিয়ে আসলে পাতা তাকে লুকিয়ে রাখতে পারে না।’
‘কবিতার শক্তি উপমা।’
‘কবিতা সাধনার ব্যাপার।’
‘কবিতার শব্দগুলো অর্থকে বদলে দেয়, বদলে দিতে হয়।’
‘ঘোরের মধ্যেই কবিতা সৃষ্টি হয়।’
‘একটা কবিতা লিখতে কখনো কখনো দীর্ঘ সময় পার করতে হয়।’
আড্ডার মুখ্যকবি হিসেবে উপস্থিত ছিলেন কবি মাহবুবা বেগম। সভাপতিত্ব করেন ম্যাজিক লণ্ঠন প্রধান সম্পাদক কবি রতন মাহমুদ।
আড্ডায় উপস্থিত, আলোচনা ও কবিতা পাঠে অংশ নেন কবি রতন মাহমুদ, বাবুল আনোয়ার, হরষিত বালা, আহমেদ জসিম, হাফিজ উদ্দীন আহমদ, এজাজ ইউসুফী, রফিক হাসান, সরকার হুমায়ুন, গোবিন্দ লাল সরকার, মাহবুবা বেগম, শ্যামলী মণ্ডল, জুয়েল হাজারী, ফয়সাল আহমেদ, সবুজ হোসেন, সাকিব হোসেন, মিয়া বাবরুল পথকবি, গোলাম কিবরিয়া, ফারদিন হাসান জিহাদ, মোহাম্মদ ফাহাদ, মাশরুরা লাকী, শেলী সেলিনা, এলমান সৈয়দ, শায়েখ শোয়েব, রমজান মাহমুদ প্রমুখ।
আড্ডা পরিচালনা করেন ম্যাজিক লণ্ঠন সম্পাদক রমজান মাহমুদ।