5:08 am, Monday, 23 December 2024

কথাসাহিত্যিক শওকত ওসমানের জন্মদিন

  • কারুবাক
  • আপডেটের সময় : ০১:২২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪
  • 154 ভিউ
শেয়ার করুন

কারুবাক ডেস্ক :

মুক্তচিন্তার বুদ্ধিজীবী হিসেবে সমধিক পরিচিত শওকত ইসলামের ১০৭ তম জন্মদিন আজ। তিনি একাধারে নাটক, গল্প, উপন্যাস, প্রবন্ধ, রম্যরচনা, রাজনৈতিক লেখা ও শিশু-কিশোর সাহিত্য রচনা করেছেন ।

নন্দিত কথাসাহিত্যিক শওকত ওসমানের জন্মদিন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বিংশ শতাব্দীর বাংলাদেশের স্বনামখ্যাত লেখক ও কথাসাহিত্যিক শওকত ওসমানের জন্ম ১৯১৭ সালের ২ জানুয়ারি পশ্চিমবঙ্গের হুগলী জেলার সবল সিংহপুর গ্রামে। তার আসল নাম শেখ আজিজুর রহমান।

একাধারে নাটক, গল্প, উপন্যাস, প্রবন্ধ, রম্যরচনা, রাজনৈতিক লেখা ও শিশু-কিশোর সাহিত্য রচনা করেছেন শওকত ওসমান। মুক্তচিন্তার বুদ্ধিজীবী হিসেবে সমধিক পরিচিত ছিলেন তিনি।

কলকাতার আলিয়া মাদ্রাসায় পড়ালেখা শুরু করলেও পরবর্তীকালে সেন্ট জেভিয়ার্স কলেজ ও অর্থনীতি বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন শওকত ওসমান। একই বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় এমএ ডিগ্রি লাভ করেন।

আইএ পাস করার পর কিছুদিন কলকাতা করপোরেশন এবং বাংলা সরকারের তথ্য বিভাগে চাকরি করেন শওকত ওসমান। এমএ পাস করার পর ১৯৪১ সালে তিনি কলকাতার গভর্নমেন্ট কমার্শিয়াল কলেজে লেকচারার পদে নিযুক্ত হন।

১৯৪৭ খ্রিস্টাব্দে দেশ বিভাগের পর তিনি পূর্ববঙ্গে চলে আসেন। এ বছর তিনি চট্টগ্রাম কলেজ অফ কমার্সে (বর্তমানে সরকারি কমার্স কলেজ, চট্টগ্রাম) যোগ দেন এবং ১৯৫৮ সাল থেকে ঢাকা কলেজে অধ্যাপনা করে ১৯৭২ সালে স্বেচ্ছা অবসরে যান। ১৯৯৮ সালের ১৪ মে তিনি ঢাকায় পরলোক গমন করেন।

‘ক্রীতদাসের হাসি’ শওকত ওসমানের প্রসিদ্ধ উপন্যাস। বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য তিনি ১৯৬২ সালে বাংলা একাডেমি পুরস্কার, ১৯৬৬ সালে আদমজী সাহিত্য পুরস্কার, ১৯৬৭ সালে পাকিস্তান সরকারের প্রেসিডেন্ট পুরস্কার (১৯৬৭), ১৯৮৩ সালে একুশে পদক এবং ১৯৯৭ সালে স্বাধীনতা দিবস পুরস্কারসহ অসংখ্য পদকে ভূষিত হন।

#
জনপ্রিয়

কথাসাহিত্যিক শওকত ওসমানের জন্মদিন

আপডেটের সময় : ০১:২২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪
শেয়ার করুন

কারুবাক ডেস্ক :

মুক্তচিন্তার বুদ্ধিজীবী হিসেবে সমধিক পরিচিত শওকত ইসলামের ১০৭ তম জন্মদিন আজ। তিনি একাধারে নাটক, গল্প, উপন্যাস, প্রবন্ধ, রম্যরচনা, রাজনৈতিক লেখা ও শিশু-কিশোর সাহিত্য রচনা করেছেন ।

নন্দিত কথাসাহিত্যিক শওকত ওসমানের জন্মদিন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বিংশ শতাব্দীর বাংলাদেশের স্বনামখ্যাত লেখক ও কথাসাহিত্যিক শওকত ওসমানের জন্ম ১৯১৭ সালের ২ জানুয়ারি পশ্চিমবঙ্গের হুগলী জেলার সবল সিংহপুর গ্রামে। তার আসল নাম শেখ আজিজুর রহমান।

একাধারে নাটক, গল্প, উপন্যাস, প্রবন্ধ, রম্যরচনা, রাজনৈতিক লেখা ও শিশু-কিশোর সাহিত্য রচনা করেছেন শওকত ওসমান। মুক্তচিন্তার বুদ্ধিজীবী হিসেবে সমধিক পরিচিত ছিলেন তিনি।

কলকাতার আলিয়া মাদ্রাসায় পড়ালেখা শুরু করলেও পরবর্তীকালে সেন্ট জেভিয়ার্স কলেজ ও অর্থনীতি বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন শওকত ওসমান। একই বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় এমএ ডিগ্রি লাভ করেন।

আইএ পাস করার পর কিছুদিন কলকাতা করপোরেশন এবং বাংলা সরকারের তথ্য বিভাগে চাকরি করেন শওকত ওসমান। এমএ পাস করার পর ১৯৪১ সালে তিনি কলকাতার গভর্নমেন্ট কমার্শিয়াল কলেজে লেকচারার পদে নিযুক্ত হন।

১৯৪৭ খ্রিস্টাব্দে দেশ বিভাগের পর তিনি পূর্ববঙ্গে চলে আসেন। এ বছর তিনি চট্টগ্রাম কলেজ অফ কমার্সে (বর্তমানে সরকারি কমার্স কলেজ, চট্টগ্রাম) যোগ দেন এবং ১৯৫৮ সাল থেকে ঢাকা কলেজে অধ্যাপনা করে ১৯৭২ সালে স্বেচ্ছা অবসরে যান। ১৯৯৮ সালের ১৪ মে তিনি ঢাকায় পরলোক গমন করেন।

‘ক্রীতদাসের হাসি’ শওকত ওসমানের প্রসিদ্ধ উপন্যাস। বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য তিনি ১৯৬২ সালে বাংলা একাডেমি পুরস্কার, ১৯৬৬ সালে আদমজী সাহিত্য পুরস্কার, ১৯৬৭ সালে পাকিস্তান সরকারের প্রেসিডেন্ট পুরস্কার (১৯৬৭), ১৯৮৩ সালে একুশে পদক এবং ১৯৯৭ সালে স্বাধীনতা দিবস পুরস্কারসহ অসংখ্য পদকে ভূষিত হন।