8:01 pm, Sunday, 22 December 2024

ইতিহাসের এই দিনে : ২৮ ডিসেম্বর ২০২৩

  • কারুবাক
  • আপডেটের সময় : ০৭:১৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩
  • 63 ভিউ
শেয়ার করুন

 

পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণিজন। একের পর এক রচনা করেছেন এবং করছেন ইতিহাসের পাতা। উন্মোচিত হয়েছে জগতের নতুন নতুন দিগন্ত। প্রজন্ম থেকে প্রজন্মে সেই ইতিহাস চিন্তা, চেতনা ও প্রেরণার উৎস। যারা জন্মেছিলেন কিংবা চলে গেছেন আজকের এই দিনে।

আবার বহু ঘটনাই রয়েছে ফেলে আসা সময়ের পথে। যেসব ঘটনা এনেছিল প্রশান্তি কিংবা রচনা করেছে অনাকাঙ্ক্ষিত দুঃস্বপ্নে নীলকাব্য। যা ঘটেছিল ইতিহাসের এই দিনেই। আসুন জেনে নেয়া যাক ইতিহাসের এই দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু দিনসহ ঘটে যাওয়া ঘটনা-

ইতিহাস

১৮৩৬ – দক্ষিণ অস্ট্রেলিয়া এবং অ্যাডিলেড প্রতিষ্ঠিত হয়।

১৮৮৫ – ভারতের মুম্বাইয়ে ভারতীয় জাতীয় কংগ্রেস ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়।

১৯০৮ – ইতালির সিসিলিতে ৭.২ মাত্রার ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়, এতে ৭৫ হাজারের বেশি মানুষ নিহত হন।

১৯১০ – ভারতে প্রথম বিমান উড্ডয়ন প্রদর্শিত হয়।

১৯২১ – কলকাতায় ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের উদ্বোধন হয়।

১৯৫৬ – বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ভারত) গঠিত হয়।

১৯৭২ – বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় ঘানা।

১৯৭৪ – বাংলাদেশে জরুরি অবস্থা ঘোষণা হয়।

১৯৭৯ – ঢাকার কুর্মিটোলায় জিয়া আর্ন্তজাতিক বিমানবন্দরের (বর্তমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর) উদ্বোধন করা হয়।

১৯৮৪ – ত্রিশতম সেঞ্চুরিটি করে টেস্ট ক্রিকেটে সুনীল গাভাস্কার কর্তৃক ব্রাডম্যানের বিশ্বরেকর্ড ভঙ্গ করেন।

২০২০ – মসলিনকে বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।

জন্ম

১৮৫৬ – উড্রো উইলসন, মার্কিন যুক্তরাষ্ট্রের ২৮তম রাষ্ট্রপতি।

১৮৮৯ – স্যার এ এফ রহমান, শিক্ষাবিদ।

১৮৯৪ – কিথ জনসন, অস্ট্রেলীয় ক্রিকেট প্রশাসক।

১৯০৩ – জন ভন নিউম্যান, হাঙ্গেরীয় বংশোদ্ভুত মার্কিন গণিতবিদ। (মৃ. ১৯৫৭)

১৯১১ – ফণী মজুমদার, ভারতের হিন্দি চলচ্চিত্রের পরিচালক ও চিত্রনাট্যকার। (মৃ. ১৯৯৪)

১৯২৬ – ডোনাল্ড কার, জার্মান বংশোদ্ভূত ইংরেজ ক্রিকেট খেলোয়াড়।

১৯৩৭ – রতন টাটা, ভারতীয় শিল্পপতি।

১৯৪১ – ইন্তেখাব আলম, পাকিস্তানি ক্রিকেট খেলোয়াড়।

১৯৪১ – রিজিয়া রহমান, লেখক।

১৯৪৪ – ক্যারি মুলিস, নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন জীবরসায়নবিজ্ঞানী। (মৃ. ২০১৯)

মৃত্যু

১৮৫৯ – লর্ড ম্যাকলে, ব্রিটিশ ইতিহাসবেত্তা।

১৯২৫ – সের্গেই এসিয়েনিন, কবি।

১৯২৭ – হাকিম আজমল খান, হিন্দু-মুসলমান একতার সক্রিয় কর্মী, ইউনানি চিকিৎসক।

১৯৩২ – জ্যাক ব্ল্যাকহাম, অস্ট্রেলীয় ক্রিকেট খেলোয়াড়।

১৯৮৩ – ভারতীয় বাঙালি গায়ক চলচ্চিত্র অভিনেতা ও নাট্য অভিনেতা রবীন মজুমদার। (জ.১৯১৯)

১৯৮৭ – হ্যাপী আখন্দ, বাংলাদেশী পপ রক গায়ক।

১৯৯৩ – আব্দুল জব্বার খান, বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশের পরিচালক, অভিনেতা এবং চিত্রনাট্যকার।

১৯৯৮ – ভৈরব গঙ্গোপাধ্যায়, বাঙালি যাত্রাপালাকার। (জ. ১৯৩৪)

২০০৪ – সুসান সনট্যাগ, মার্কিন লেখিকা ও সাহিত্য সমালোচক।

২০১১ – রাজিয়া খান, বাংলাদেশী সাহিত্যিক।

দিবস

কিং তাসকিন ম্যামোরিয়াল ডে (থাইল্যান্ড)

প্রোক্লেইমেশন ডে (অস্ট্রেলিয়া)

প্রজাতন্ত্র দিবস (দক্ষিণ সুদান)

 

#
জনপ্রিয়

ইতিহাসের এই দিনে : ২৮ ডিসেম্বর ২০২৩

আপডেটের সময় : ০৭:১৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩
শেয়ার করুন

 

পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণিজন। একের পর এক রচনা করেছেন এবং করছেন ইতিহাসের পাতা। উন্মোচিত হয়েছে জগতের নতুন নতুন দিগন্ত। প্রজন্ম থেকে প্রজন্মে সেই ইতিহাস চিন্তা, চেতনা ও প্রেরণার উৎস। যারা জন্মেছিলেন কিংবা চলে গেছেন আজকের এই দিনে।

আবার বহু ঘটনাই রয়েছে ফেলে আসা সময়ের পথে। যেসব ঘটনা এনেছিল প্রশান্তি কিংবা রচনা করেছে অনাকাঙ্ক্ষিত দুঃস্বপ্নে নীলকাব্য। যা ঘটেছিল ইতিহাসের এই দিনেই। আসুন জেনে নেয়া যাক ইতিহাসের এই দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু দিনসহ ঘটে যাওয়া ঘটনা-

ইতিহাস

১৮৩৬ – দক্ষিণ অস্ট্রেলিয়া এবং অ্যাডিলেড প্রতিষ্ঠিত হয়।

১৮৮৫ – ভারতের মুম্বাইয়ে ভারতীয় জাতীয় কংগ্রেস ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়।

১৯০৮ – ইতালির সিসিলিতে ৭.২ মাত্রার ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়, এতে ৭৫ হাজারের বেশি মানুষ নিহত হন।

১৯১০ – ভারতে প্রথম বিমান উড্ডয়ন প্রদর্শিত হয়।

১৯২১ – কলকাতায় ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের উদ্বোধন হয়।

১৯৫৬ – বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ভারত) গঠিত হয়।

১৯৭২ – বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় ঘানা।

১৯৭৪ – বাংলাদেশে জরুরি অবস্থা ঘোষণা হয়।

১৯৭৯ – ঢাকার কুর্মিটোলায় জিয়া আর্ন্তজাতিক বিমানবন্দরের (বর্তমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর) উদ্বোধন করা হয়।

১৯৮৪ – ত্রিশতম সেঞ্চুরিটি করে টেস্ট ক্রিকেটে সুনীল গাভাস্কার কর্তৃক ব্রাডম্যানের বিশ্বরেকর্ড ভঙ্গ করেন।

২০২০ – মসলিনকে বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।

জন্ম

১৮৫৬ – উড্রো উইলসন, মার্কিন যুক্তরাষ্ট্রের ২৮তম রাষ্ট্রপতি।

১৮৮৯ – স্যার এ এফ রহমান, শিক্ষাবিদ।

১৮৯৪ – কিথ জনসন, অস্ট্রেলীয় ক্রিকেট প্রশাসক।

১৯০৩ – জন ভন নিউম্যান, হাঙ্গেরীয় বংশোদ্ভুত মার্কিন গণিতবিদ। (মৃ. ১৯৫৭)

১৯১১ – ফণী মজুমদার, ভারতের হিন্দি চলচ্চিত্রের পরিচালক ও চিত্রনাট্যকার। (মৃ. ১৯৯৪)

১৯২৬ – ডোনাল্ড কার, জার্মান বংশোদ্ভূত ইংরেজ ক্রিকেট খেলোয়াড়।

১৯৩৭ – রতন টাটা, ভারতীয় শিল্পপতি।

১৯৪১ – ইন্তেখাব আলম, পাকিস্তানি ক্রিকেট খেলোয়াড়।

১৯৪১ – রিজিয়া রহমান, লেখক।

১৯৪৪ – ক্যারি মুলিস, নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন জীবরসায়নবিজ্ঞানী। (মৃ. ২০১৯)

মৃত্যু

১৮৫৯ – লর্ড ম্যাকলে, ব্রিটিশ ইতিহাসবেত্তা।

১৯২৫ – সের্গেই এসিয়েনিন, কবি।

১৯২৭ – হাকিম আজমল খান, হিন্দু-মুসলমান একতার সক্রিয় কর্মী, ইউনানি চিকিৎসক।

১৯৩২ – জ্যাক ব্ল্যাকহাম, অস্ট্রেলীয় ক্রিকেট খেলোয়াড়।

১৯৮৩ – ভারতীয় বাঙালি গায়ক চলচ্চিত্র অভিনেতা ও নাট্য অভিনেতা রবীন মজুমদার। (জ.১৯১৯)

১৯৮৭ – হ্যাপী আখন্দ, বাংলাদেশী পপ রক গায়ক।

১৯৯৩ – আব্দুল জব্বার খান, বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশের পরিচালক, অভিনেতা এবং চিত্রনাট্যকার।

১৯৯৮ – ভৈরব গঙ্গোপাধ্যায়, বাঙালি যাত্রাপালাকার। (জ. ১৯৩৪)

২০০৪ – সুসান সনট্যাগ, মার্কিন লেখিকা ও সাহিত্য সমালোচক।

২০১১ – রাজিয়া খান, বাংলাদেশী সাহিত্যিক।

দিবস

কিং তাসকিন ম্যামোরিয়াল ডে (থাইল্যান্ড)

প্রোক্লেইমেশন ডে (অস্ট্রেলিয়া)

প্রজাতন্ত্র দিবস (দক্ষিণ সুদান)