12:10 am, Monday, 23 December 2024

ব্যাকটেরিয়ার নাম রবিঠাকুর

  • কারুবাক
  • আপডেটের সময় : ০৮:২০:২২ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩
  • 74 ভিউ
শেয়ার করুন

হিন্দুস্থান টাইমস :

বাঙালি সংস্কৃতির সঙ্গে জড়িয়ে আছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নাম। তার প্রতিটি সৃষ্টি বাঙালিকে প্রেরণা দেয়, শক্তি জোগায়। তার লেখা থেকে বাঙালি বিভিন্ন সময় পছন্দের কিছুর নামকরণ করে। তা হতে পারে, সন্তানের নাম, কিংবা নিজের সুন্দর বাসস্থানের। কিন্তু তা বলে একটি জীবাণুর নাম? সম্প্রতি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের গবেষকরা সন্ধান পেয়েছেন একটি উপকারী ব্যাকটেরিয়ার। সেটির নামকরণ করা হয়েছে রবিঠাকুরের নামে। কেন এমন সিদ্ধান্ত? কী করে এই ব্যাকটেরিয়া? এই উত্তরের সঙ্গেই জুড়ে রয়েছে নামকরণের রহস্য। প্রথমে জেনে নেওয়া যাক, কীভাবে নামকরণ করা হয়েছে এই ব্যাকটেরিয়ার। এই জীবাণুটির নাম দেওয়া হয়েছে চধহঃড়বধ ঞধমড়ৎবর। এটি একেবারে নতুন আবিষ্কৃত হওয়া একটি জীবাণু। কয়লা খনিতে খোজ মিলেছে এই জীবাণুর।
বিশ্বভারতীর মাইক্রোবায়োলজি বিভাগের গবেষকরা এই জীবাণুটির সন্ধান পেয়েছেন। এটি মূলত ফসফরাসকে দ্রবীভূত করে। এ ছাড়াও মাটিতে নাইট্রোজেন ভা-ার পূরণ করতে পারে এটি। কিন্তু এই নামকরণের কারণ কী। গবেষক দলের অন্যতম সদস্য বুম্বা দাম বলেন, রবিঠাকুরের নামে এই ব্যাকটেরিয়ার নামকরণের পেছনে রয়েছে বিশেষ কারণ। রবিঠাকুর নিজে গাছপালা পছন্দ করতেন এবং কৃষিকাজে তার নিজের অবদান রয়েছে। কৃষির উন্নতির জন্য তিনি বিজ্ঞানসাধনার উৎসাহ দিতেন। আর সেটিই এই নামকরণের প্রধান কারণ।

এই ব্যাকটেরিয়া Pantoea Tagorei ফসফরাসকে দ্রবীভূত করে এবং মাটিতে নাইট্রোজেন ভা-ারকে পূরণ করে। এই দুটিই উদ্ভিদকে বাঁচতে সাহায্য করে। ফলন বাড়ায়। নয়া ব্যাকটেরিয়াটি পরিবেশের জন্য এবং মানুষের জন্য অত্যন্ত ভালো। আর তাই রবিঠাকুরের নামে এটির নামকরণের সিদ্ধান্ত হয়।

 

#
জনপ্রিয়

ব্যাকটেরিয়ার নাম রবিঠাকুর

আপডেটের সময় : ০৮:২০:২২ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩
শেয়ার করুন

হিন্দুস্থান টাইমস :

বাঙালি সংস্কৃতির সঙ্গে জড়িয়ে আছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নাম। তার প্রতিটি সৃষ্টি বাঙালিকে প্রেরণা দেয়, শক্তি জোগায়। তার লেখা থেকে বাঙালি বিভিন্ন সময় পছন্দের কিছুর নামকরণ করে। তা হতে পারে, সন্তানের নাম, কিংবা নিজের সুন্দর বাসস্থানের। কিন্তু তা বলে একটি জীবাণুর নাম? সম্প্রতি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের গবেষকরা সন্ধান পেয়েছেন একটি উপকারী ব্যাকটেরিয়ার। সেটির নামকরণ করা হয়েছে রবিঠাকুরের নামে। কেন এমন সিদ্ধান্ত? কী করে এই ব্যাকটেরিয়া? এই উত্তরের সঙ্গেই জুড়ে রয়েছে নামকরণের রহস্য। প্রথমে জেনে নেওয়া যাক, কীভাবে নামকরণ করা হয়েছে এই ব্যাকটেরিয়ার। এই জীবাণুটির নাম দেওয়া হয়েছে চধহঃড়বধ ঞধমড়ৎবর। এটি একেবারে নতুন আবিষ্কৃত হওয়া একটি জীবাণু। কয়লা খনিতে খোজ মিলেছে এই জীবাণুর।
বিশ্বভারতীর মাইক্রোবায়োলজি বিভাগের গবেষকরা এই জীবাণুটির সন্ধান পেয়েছেন। এটি মূলত ফসফরাসকে দ্রবীভূত করে। এ ছাড়াও মাটিতে নাইট্রোজেন ভা-ার পূরণ করতে পারে এটি। কিন্তু এই নামকরণের কারণ কী। গবেষক দলের অন্যতম সদস্য বুম্বা দাম বলেন, রবিঠাকুরের নামে এই ব্যাকটেরিয়ার নামকরণের পেছনে রয়েছে বিশেষ কারণ। রবিঠাকুর নিজে গাছপালা পছন্দ করতেন এবং কৃষিকাজে তার নিজের অবদান রয়েছে। কৃষির উন্নতির জন্য তিনি বিজ্ঞানসাধনার উৎসাহ দিতেন। আর সেটিই এই নামকরণের প্রধান কারণ।

এই ব্যাকটেরিয়া Pantoea Tagorei ফসফরাসকে দ্রবীভূত করে এবং মাটিতে নাইট্রোজেন ভা-ারকে পূরণ করে। এই দুটিই উদ্ভিদকে বাঁচতে সাহায্য করে। ফলন বাড়ায়। নয়া ব্যাকটেরিয়াটি পরিবেশের জন্য এবং মানুষের জন্য অত্যন্ত ভালো। আর তাই রবিঠাকুরের নামে এটির নামকরণের সিদ্ধান্ত হয়।