1:30 am, Monday, 23 December 2024

দলীয় প্রতীক বাতিল ইমরান খানের

  • কারুবাক
  • আপডেটের সময় : ০৬:৪৪:১১ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩
  • 49 ভিউ
শেয়ার করুন

কারুবাক ডেস্ক :

জাতীয় নির্বাচনের আড়াই মাস আগে এবার দলীয় প্রতীক হারাল পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের নেতৃত্বাধীন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। শুক্রবার সন্ধ্যায় নির্বাচন কমিশন (ইসিপি) দলটির ‘ব্যাট’ প্রতীক বাতিলের রায় দেয়। সাবেক তারকা ক্রিকেটার ইমরান খানের খেলোয়াড় জীবনকে জনগণের মাঝে ফুটিয়ে তুলেছিল ব্যাট প্রতীক। খবর জিও নিউজের।

ইমরান অনাস্থা প্রস্তাবে প্রধানমন্ত্রিত্ব হারানোর পর দলীয় প্রতীকও হারাল পিটিআই। অন্যদিকে তিনি কারাগারে। ফলে আগামী বছরের ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের আগে দলটির জন্য এটি বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে।

পাকিস্তানের প্রধান নির্বাচন কমিশনার সিকান্দার সুলতান রাজার নেতৃত্বে পাঁচ সদস্যের ইসিপি বেঞ্চ প্রতীক বাতিল প্রসঙ্গে সংরক্ষিত রায় দেয়। সেই সঙ্গে ইমরানের আন্তঃদলীয় নির্বাচনকেও সংবিধান পরিপন্থি বলে ঘোষণা করে। পিটিআইর সাবেক সদস্য আকবর এস বাবরের আবেদনের ভিত্তিতে এই রায় দেওয়া হয়। তিনি দাবি করেছিলেন, পিটিআই নিয়ম মেনে নির্বাচন করেনি।

আদেশে বলা হয়েছে, পিটিআই কমিশনের নির্দেশনা মেনে চলেনি। সংবিধান এবং নির্বাচনী আইন ও বিধিমালা অনুযায়ী আন্তঃদলীয় নির্বাচন করতে ব্যর্থ হয়েছে দলটি। ফলে বিধি অনুযায়ী নির্বাচনী প্রতীক ব্যাট হারাতে হয়েছে। ২০২১ সালের ১৩ জুন পিটিআইর আন্তঃদলীয় নির্বাচন হওয়ার কথা ছিল।

 

#
জনপ্রিয়

দলীয় প্রতীক বাতিল ইমরান খানের

আপডেটের সময় : ০৬:৪৪:১১ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩
শেয়ার করুন

কারুবাক ডেস্ক :

জাতীয় নির্বাচনের আড়াই মাস আগে এবার দলীয় প্রতীক হারাল পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের নেতৃত্বাধীন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। শুক্রবার সন্ধ্যায় নির্বাচন কমিশন (ইসিপি) দলটির ‘ব্যাট’ প্রতীক বাতিলের রায় দেয়। সাবেক তারকা ক্রিকেটার ইমরান খানের খেলোয়াড় জীবনকে জনগণের মাঝে ফুটিয়ে তুলেছিল ব্যাট প্রতীক। খবর জিও নিউজের।

ইমরান অনাস্থা প্রস্তাবে প্রধানমন্ত্রিত্ব হারানোর পর দলীয় প্রতীকও হারাল পিটিআই। অন্যদিকে তিনি কারাগারে। ফলে আগামী বছরের ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের আগে দলটির জন্য এটি বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে।

পাকিস্তানের প্রধান নির্বাচন কমিশনার সিকান্দার সুলতান রাজার নেতৃত্বে পাঁচ সদস্যের ইসিপি বেঞ্চ প্রতীক বাতিল প্রসঙ্গে সংরক্ষিত রায় দেয়। সেই সঙ্গে ইমরানের আন্তঃদলীয় নির্বাচনকেও সংবিধান পরিপন্থি বলে ঘোষণা করে। পিটিআইর সাবেক সদস্য আকবর এস বাবরের আবেদনের ভিত্তিতে এই রায় দেওয়া হয়। তিনি দাবি করেছিলেন, পিটিআই নিয়ম মেনে নির্বাচন করেনি।

আদেশে বলা হয়েছে, পিটিআই কমিশনের নির্দেশনা মেনে চলেনি। সংবিধান এবং নির্বাচনী আইন ও বিধিমালা অনুযায়ী আন্তঃদলীয় নির্বাচন করতে ব্যর্থ হয়েছে দলটি। ফলে বিধি অনুযায়ী নির্বাচনী প্রতীক ব্যাট হারাতে হয়েছে। ২০২১ সালের ১৩ জুন পিটিআইর আন্তঃদলীয় নির্বাচন হওয়ার কথা ছিল।