কারুবাক ডেস্ক
ইন্ডিয়ার প্রিমিয়ার লিগের দল দিল্লি ক্যাপিটালস এবার নিলামের আগে ছেড়ে দিয়েছিল মুস্তাফিজুর রহমানকে। তাই নতুন করে আবার নিলামে উঠতে হয় এই বাংলাদেশি পেসারকে। নিলাম থেকে ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে এই বাঁহাতি পেসারকে দলে নিয়েছে চেন্নাই সুপার কিংস। সে হিসেবে এবার মহেদ্র সিং ধোনির সঙ্গে খেলতে দেখা যাবে মুস্তাফিজকে।
আইপিএলে এর আগে সানরাইজার্স হায়দরাবাদ, রাজস্থান রয়্যালস, মুম্বাই ইন্ডিয়ান্স ও দিল্লির হয়ে খেলার অভিজ্ঞতা ছিল মুস্তাফিজের। প্রথমবারের মতো চেন্নাইয়ের হলুদ জার্সিতে মাঠে নামবেন তিনি।
মুস্তাফিজের সম্প্রতি ফর্ম নিয়ে অবশ্য ধোঁয়াশা ছিল যে তিনি এবার আইপিএলে কোনো দলের মনোযোগ কাড়তে পারবেন কি না। তার ওপর নিলামে নিজেকে সর্বোচ্চ ভিত্তিমূল্যের তালিকায় রাখা ও বিসিবির কাছ থেকে পুরো মৌসুম খেলার ছাড়পত্র না পাওয়ায় তাকে কেনার সম্ভাবনা ছিল আরও কম।
তবে মুস্তাফিজে আস্থা রেখেছে চেন্নাই।