1:29 am, Monday, 23 December 2024

ইন্টারনেট ডেটা সেভ করবেন যেভাবে

  • কারুবাক
  • আপডেটের সময় : ০৬:৫২:২৩ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩
  • 44 ভিউ
শেয়ার করুন
 অনলাইন ডেস্ক :

কম্পিউটার বা ল্যাপটপে ইন্টারনেট সংযোগ দেওয়ামাত্রই ডেটা খুব দ্রুত শেষ হয়ে যেতে থাকে। ব্রাউজের কোনো কিছু না সার্চ দিলেও ডেটা স্বয়ংক্রিয়ভাবে কমে যায়। সমস্যার সমাধানে গুগল ক্রোম ব্রাউজার সহায়ক ভূমিকা পালন করে।

গুগল ক্রোম ব্রাউজারের ব্যাকগ্রাউন্ডের সব অ্যাপ রান হয়ে ডেটা ফুরিয়ে যায় নিজেই অজান্তেই; যার সমাধানে ব্রাউজারের ব্যাকগ্রাউন্ড অ্যাপ বন্ধ করতে হবে। প্রথমে গুগল ক্রোমের সেটিংস অপশনে যেতে হবে। সেটিংস অপশন পাওয়া যাবে ব্রাউজারের ডানদিকে ওপরে থ্রি-ডটে ক্লিক করলে। সেটিংসের বাঁ দিকে সিস্টেম নামে মেন্যু দৃশ্যমান হবে। মেন্যুতে ক্লিক করলে (Continue running background apps when Google Chrome is closed) অপশনটি বন্ধ করে দিলেই অনাকাঙ্ক্ষিত ডেটা অপচয়
নিয়ন্ত্রণ করা সম্ভব।

#
জনপ্রিয়

ইন্টারনেট ডেটা সেভ করবেন যেভাবে

আপডেটের সময় : ০৬:৫২:২৩ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩
শেয়ার করুন
 অনলাইন ডেস্ক :

কম্পিউটার বা ল্যাপটপে ইন্টারনেট সংযোগ দেওয়ামাত্রই ডেটা খুব দ্রুত শেষ হয়ে যেতে থাকে। ব্রাউজের কোনো কিছু না সার্চ দিলেও ডেটা স্বয়ংক্রিয়ভাবে কমে যায়। সমস্যার সমাধানে গুগল ক্রোম ব্রাউজার সহায়ক ভূমিকা পালন করে।

গুগল ক্রোম ব্রাউজারের ব্যাকগ্রাউন্ডের সব অ্যাপ রান হয়ে ডেটা ফুরিয়ে যায় নিজেই অজান্তেই; যার সমাধানে ব্রাউজারের ব্যাকগ্রাউন্ড অ্যাপ বন্ধ করতে হবে। প্রথমে গুগল ক্রোমের সেটিংস অপশনে যেতে হবে। সেটিংস অপশন পাওয়া যাবে ব্রাউজারের ডানদিকে ওপরে থ্রি-ডটে ক্লিক করলে। সেটিংসের বাঁ দিকে সিস্টেম নামে মেন্যু দৃশ্যমান হবে। মেন্যুতে ক্লিক করলে (Continue running background apps when Google Chrome is closed) অপশনটি বন্ধ করে দিলেই অনাকাঙ্ক্ষিত ডেটা অপচয়
নিয়ন্ত্রণ করা সম্ভব।