কৃষকের রচনা
আমিতো ভাই মূর্খ-সূর্খ
খেতের সরল চাষা
মাটির ঘরে কিংবা খেতে
নেই আলিশান বাসা।
গাঁয়ের চাষা গায়ে কাঁদা
সোনার ফসল ফলাই
জীবন এখন কীভাবে যায়
যান না মুখে বলাই।
যারা আছে সঙ্গী-সাথী
খেটে খাওয়া মানুষ
তিনবেলা আর পায়না খেতে
বাজার যেন ফানুষ।
যে যাই করেন হত্যা-কর্তা
একটু খানি থামেন
মেগাসিটি ছেড়ে এবার
গাঁয়ে এসে নামেন।
গাঁয়ে যারা প্রতাপশালী
কীযে তারা করেন
স্বদেশটাকে গড়তে হলে
তাদেরকেও ধরেন।
অভাবি সব অবাঞ্চিত
চাষাভূষা যারা
এই আমাদের আর কেউ নেই
এক আল্লাহ ছাড়া।
দোহায় লাগে একটু ভাবেন
দ্রব্যমূল্য কমান
ক্ষিদের কাছে জ্ঞানী-মূর্খ
সবাই কিন্তু সমান।