9:07 pm, Thursday, 19 September 2024

ভারতকে হারিয়ে ফাইনালে যুবা টাইগাররা

  • কারুবাক
  • আপডেটের সময় : ০১:০৩:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩
  • 118 ভিউ
শেয়ার করুন
কারুবাক ডেস্ক :

­­যুব এশিয়া কাপের সেমিফাইনালে ভারতকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে জুনিয়র টাইগাররা। সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে ১৮৯ রানের টার্গেটে খেলতে নামা টাইগাররা জিতেছে ৪ উইকেটে।

প্রথমে ব্যাটিং বিপর্যয়ে পড়লেও টাইগারদের টাল সামলে নেন চারে খেলতে নামা আরিফুল ইসলাম। ৯০ বলে ৯৪ রানের দারুণ ইনিংস খেলেন তিনি। তার ব্যাটে ভর করেই জয়ের খুব কাছে জায়গায় বাংলাদেশ।

আরিফ ফিরলেও তাকে যোগ্য সঙ্গ দেওয়া আহরার আমিন ছিলেন একপ্রান্ত আগলে। তিনি দলীয় ১৮৭ রানে আউট হন ব্যক্তিগত ৪৪ রানে।

শুরুতে ব্যাট করতে নেমে জুনিয়র টাইগারদের বোলিং তোপে দুমড়েমুচড়ে যায় ভারতের ব্যাটাররা। ৬১ রানেই ভারত হারিয়েছিল ৬ উইকেট। তবে পাঁচে নামা মুশির খান ও আটে নামা মুরুগান অভিষেকের ব্যাটে ভর করে ১৮৮ রান তোলে ভারতের অনূর্ধ্ব ১৯ দল।

 

#
জনপ্রিয়

ভারতকে হারিয়ে ফাইনালে যুবা টাইগাররা

আপডেটের সময় : ০১:০৩:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩
শেয়ার করুন
কারুবাক ডেস্ক :

­­যুব এশিয়া কাপের সেমিফাইনালে ভারতকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে জুনিয়র টাইগাররা। সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে ১৮৯ রানের টার্গেটে খেলতে নামা টাইগাররা জিতেছে ৪ উইকেটে।

প্রথমে ব্যাটিং বিপর্যয়ে পড়লেও টাইগারদের টাল সামলে নেন চারে খেলতে নামা আরিফুল ইসলাম। ৯০ বলে ৯৪ রানের দারুণ ইনিংস খেলেন তিনি। তার ব্যাটে ভর করেই জয়ের খুব কাছে জায়গায় বাংলাদেশ।

আরিফ ফিরলেও তাকে যোগ্য সঙ্গ দেওয়া আহরার আমিন ছিলেন একপ্রান্ত আগলে। তিনি দলীয় ১৮৭ রানে আউট হন ব্যক্তিগত ৪৪ রানে।

শুরুতে ব্যাট করতে নেমে জুনিয়র টাইগারদের বোলিং তোপে দুমড়েমুচড়ে যায় ভারতের ব্যাটাররা। ৬১ রানেই ভারত হারিয়েছিল ৬ উইকেট। তবে পাঁচে নামা মুশির খান ও আটে নামা মুরুগান অভিষেকের ব্যাটে ভর করে ১৮৮ রান তোলে ভারতের অনূর্ধ্ব ১৯ দল।