1:04 am, Monday, 23 December 2024

শহীদুল্লাহ ফরায়জীর কবিতা

  • কারুবাক
  • আপডেটের সময় : ০৩:০৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩
  • 487 ভিউ
শেয়ার করুন

 

ক্রীতদাস

প্রজাতন্ত্রে সবাই স্বাধীন‌
কেউ কেউ ক্রীতদাস,
মননে-চিন্তায়-অন্তর্দৃষ্টিতে
ঐতিহাসিক দর্শনে-বিশ্লেষণে
নাগরিক সভ্যতায়-ইতিহাস চেতনায়
তারা ক্রীতদাস।

সিংহাসনের ভয়ে ক্ষমতার লোভে
কিছু কবি-সাহিত্যিক-বুদ্ধিজীবী
দাসত্ব বরণ করে,
আপসহীন-মেরুদণ্ডহীন পরিচয়
ফুটিয়ে তোলে, সমকালীন অন্যায়-নিপীড়ন
না দেখার ভান করে।

অধিকার-মর্যাদা-জ্ঞানের ঐশ্বর্য
এদের প্রয়োজন নেই
এরা নির্বোধ-মূর্খ,
এদের আত্মতৃপ্তি- রাজত্ব আর রাজকোষেই।

জীবনের অপরিহার্য উপাদান ‘সাহস’-
এটা অনেকের নেই।
কলুষ-কালিমা-দ্বিধাদ্বন্দ্বে
ওরা নিমজ্জিত,
ওরা পদকের শিকারে পরিণত
সত্য থেকে বিচ্যুত।

অনেক কবি-বুদ্ধিজীবীর
বিকাশ নেই; বিনাশ আছে।
এরা মিথ্যা কল্পকাহিনী
অতিরঞ্জিত করে,
এরা অন্ধ, অকুণ্ঠ, স্বতঃস্ফূর্ত,
পূর্বপুরুষের প্রতি অকৃতজ্ঞ,
এরা অবিরত সত্য বিক্রি করে,
কালের মানদন্ডে এরা ক্রীতদাস।

১২  ডিসেম্বর, ২০২৩
faraizees@gmail.com

 

#
জনপ্রিয়

শহীদুল্লাহ ফরায়জীর কবিতা

আপডেটের সময় : ০৩:০৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩
শেয়ার করুন

 

ক্রীতদাস

প্রজাতন্ত্রে সবাই স্বাধীন‌
কেউ কেউ ক্রীতদাস,
মননে-চিন্তায়-অন্তর্দৃষ্টিতে
ঐতিহাসিক দর্শনে-বিশ্লেষণে
নাগরিক সভ্যতায়-ইতিহাস চেতনায়
তারা ক্রীতদাস।

সিংহাসনের ভয়ে ক্ষমতার লোভে
কিছু কবি-সাহিত্যিক-বুদ্ধিজীবী
দাসত্ব বরণ করে,
আপসহীন-মেরুদণ্ডহীন পরিচয়
ফুটিয়ে তোলে, সমকালীন অন্যায়-নিপীড়ন
না দেখার ভান করে।

অধিকার-মর্যাদা-জ্ঞানের ঐশ্বর্য
এদের প্রয়োজন নেই
এরা নির্বোধ-মূর্খ,
এদের আত্মতৃপ্তি- রাজত্ব আর রাজকোষেই।

জীবনের অপরিহার্য উপাদান ‘সাহস’-
এটা অনেকের নেই।
কলুষ-কালিমা-দ্বিধাদ্বন্দ্বে
ওরা নিমজ্জিত,
ওরা পদকের শিকারে পরিণত
সত্য থেকে বিচ্যুত।

অনেক কবি-বুদ্ধিজীবীর
বিকাশ নেই; বিনাশ আছে।
এরা মিথ্যা কল্পকাহিনী
অতিরঞ্জিত করে,
এরা অন্ধ, অকুণ্ঠ, স্বতঃস্ফূর্ত,
পূর্বপুরুষের প্রতি অকৃতজ্ঞ,
এরা অবিরত সত্য বিক্রি করে,
কালের মানদন্ডে এরা ক্রীতদাস।

১২  ডিসেম্বর, ২০২৩
faraizees@gmail.com