কারুবাক ডেস্ক
আবদুল গাফ্ফার চৌধুরী বাংলাদেশের ইতিহাসে এক স্মরণীয় নাম। সাংবাদিক এবং কলাম লেখক পরিচিতির আড়ালে যেন চাপা পড়ে গেছে তাঁর কথাসাহিত্যিক পরিচয়। অথচ তিনি বাংলা ছোটগল্পের কুশলী কারুকারদের একজন।
সাহিত্যিক-সাংবাদিক আবদুল গাফ্ফার চৌধুরীর ৮৯তম জন্মবার্ষিকী আজ। এ উপলক্ষে বাংলা একাডেমি আয়োজিত আলোচনা সভায় কথাগুলো বললেন বক্তারা। তাঁরা বলেন, আবদুল গাফ্ফার চৌধুরীর ‘সম্রাটের ছবি’ এবং এ ধরনের আরও বেশ কিছু গল্পে ঔপনিবেশিক সমাজ এবং মানুষের মনোলোক অসাধারণ ব্যঞ্জনায় উদ্ভাসিত হয়েছে। তিনি ধর্মীয় ও সামাজিক রক্ষণশীলতার নানা চিত্র তাঁর নানা ছোটগল্প শৈল্পিক প্রতিবাদ হিসেবে সার্থকভাবে উপস্থাপন করতে সক্ষম হয়েছেন।
সকালে একাডেমির কবি শামসুর রাহমান সেমিনারকক্ষে স্বাগত আলোচনায় বক্তব্য দেন একাডেমির সংস্কৃতি পত্রিকা ও মিলনায়তন বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) সরকার আমিন। ‘আবদুল গাফ্ফার চৌধুরীর ছোটগল্প: বিষয় ও প্রকরণ’ শীর্ষক বক্তব্য দেন প্রাবন্ধিক ও গবেষক রকিবুল হাসান।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ হেলাল হোসেন। আলোচনায় সভাপতিত্ব করেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলা একাডেমির উপপরিচালক সাইমন জাকারিয়া।
‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ গানের রচয়িতা আবদুল গাফ্ফার চৌধুরীর জন্ম ১৯৩৪ সালের ১২ ডিসেম্বর, বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া গ্রামে। ২০২২ সালে মৃত্যুবরণ করেন তিনি।