1:32 am, Monday, 23 December 2024

সোলায়মান তুষারের কবিতা

  • কারুবাক
  • আপডেটের সময় : ০৮:৫৯:৪২ পূর্বাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩
  • 60 ভিউ
শেয়ার করুন

 

 

এখনো উঠেনি সূর্য

 

পৌষের সকাল,

আলোর দেবতা উঠেনি এখনো পূব আকাশে

শিশিরের টুপটাপ শব্দ শুনতে পাই জানালায় কান পেতে।

হাড়কাঁপানো বাতাসের তীব্রতা কমেনি একটুও

বস্ত্রহীন বৃদ্ধ বুকে ভর দিয়ে চলেছে হাটে,

চোখ মেলে তাকাতেই করুণ আকুতি;

দুটো পয়সা দাও বাবা’।

গল্পের তালে তালে হাঁটছি আমরা দু’জন

দূর থেকে গানের আওয়াজ আসছে ভেসে,

আরও একটু এগুতেই দেখি

অষ্টাদশী ক’জন নারীর উষ্ণ নৃত্য

হয়তো তাদেরও কিছু দাবি আছে।

এখনো উঠেনি  সূর্য

নামছে শীত ধীরে ধীরে।

#
জনপ্রিয়

সোলায়মান তুষারের কবিতা

আপডেটের সময় : ০৮:৫৯:৪২ পূর্বাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩
শেয়ার করুন

 

 

এখনো উঠেনি সূর্য

 

পৌষের সকাল,

আলোর দেবতা উঠেনি এখনো পূব আকাশে

শিশিরের টুপটাপ শব্দ শুনতে পাই জানালায় কান পেতে।

হাড়কাঁপানো বাতাসের তীব্রতা কমেনি একটুও

বস্ত্রহীন বৃদ্ধ বুকে ভর দিয়ে চলেছে হাটে,

চোখ মেলে তাকাতেই করুণ আকুতি;

দুটো পয়সা দাও বাবা’।

গল্পের তালে তালে হাঁটছি আমরা দু’জন

দূর থেকে গানের আওয়াজ আসছে ভেসে,

আরও একটু এগুতেই দেখি

অষ্টাদশী ক’জন নারীর উষ্ণ নৃত্য

হয়তো তাদেরও কিছু দাবি আছে।

এখনো উঠেনি  সূর্য

নামছে শীত ধীরে ধীরে।