5:31 am, Monday, 23 December 2024

ক্যানভাসে বঙ্গবন্ধুর বাংলাদেশ

  • কারুবাক
  • আপডেটের সময় : ০৮:১১:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩
  • 46 ভিউ
শেয়ার করুন
কারুবাক ডেস্ক :

বঙ্গবন্ধুর জীবনের নানা বাঁকের ঘটনা ইতিহাসে এবং লোকমুখে থাকলেও এগুলোর কোনো চিত্র বা ছবি নেই। এমন সব গুরুত্বপূর্ণ মুহূর্তকে তৈলচিত্রের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন শিল্পী এস এম আসাদ। এই ছবিগুলো নিয়ে গত ৪ ডিসেম্বর থেকে জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী আর্ট গ্যালারিতে শুরু হয়েছিল ‘বঙ্গবন্ধুর বাংলাদেশ’ শীর্ষক প্রদর্শনী। আগামী বুধবার (১৩ ডিসেম্বর) পর্যন্ত এ প্রদর্শনী চলবে। প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত উন্মুক্ত থাকবে।

শিল্পী এস এম আসাদ জানান, চারুকলায় পড়ার সময় বঙ্গবন্ধুর ছবি এঁকে শিল্পকলায় পুরস্কার পেয়েছিলেন। সেই সময়েই সিদ্ধান্ত নেন বঙ্গবন্ধুর সচিত্র জীবনী করবেন। যার পরিপ্রেক্ষিতে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের জীবনের ঐতিহাসিক মুহূর্ত, যেগুলোর আলোকচিত্র পাওয়া যায় না এমন মুহূর্তকে তিনি নিজের কল্পনার সঙ্গে মিলিয়ে তুলির আঁচড় দিয়েছেন।

#
জনপ্রিয়

ক্যানভাসে বঙ্গবন্ধুর বাংলাদেশ

আপডেটের সময় : ০৮:১১:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩
শেয়ার করুন
কারুবাক ডেস্ক :

বঙ্গবন্ধুর জীবনের নানা বাঁকের ঘটনা ইতিহাসে এবং লোকমুখে থাকলেও এগুলোর কোনো চিত্র বা ছবি নেই। এমন সব গুরুত্বপূর্ণ মুহূর্তকে তৈলচিত্রের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন শিল্পী এস এম আসাদ। এই ছবিগুলো নিয়ে গত ৪ ডিসেম্বর থেকে জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী আর্ট গ্যালারিতে শুরু হয়েছিল ‘বঙ্গবন্ধুর বাংলাদেশ’ শীর্ষক প্রদর্শনী। আগামী বুধবার (১৩ ডিসেম্বর) পর্যন্ত এ প্রদর্শনী চলবে। প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত উন্মুক্ত থাকবে।

শিল্পী এস এম আসাদ জানান, চারুকলায় পড়ার সময় বঙ্গবন্ধুর ছবি এঁকে শিল্পকলায় পুরস্কার পেয়েছিলেন। সেই সময়েই সিদ্ধান্ত নেন বঙ্গবন্ধুর সচিত্র জীবনী করবেন। যার পরিপ্রেক্ষিতে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের জীবনের ঐতিহাসিক মুহূর্ত, যেগুলোর আলোকচিত্র পাওয়া যায় না এমন মুহূর্তকে তিনি নিজের কল্পনার সঙ্গে মিলিয়ে তুলির আঁচড় দিয়েছেন।