আজ শনিবার, ৯ ডিসেম্বর ২০২৪। আজকের দিনটি কাল হয়ে যায় অতীত। প্রতিটি দিনই এক একটি ইতিহাস। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনাবলি
১৭৯৩: নিউইয়র্ক শহরের প্রথম সংবাদপত্র ‘আমেরিকান মিনার্ভা’ নোয়াহ ওয়েবস্টার কর্তৃক প্রতিষ্ঠিত হয়।
১৮৮৩: ভবতারিণী (মৃণালিনী) দেবীর সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের বিয়ে হয়।
১৯১৭: ফিনল্যান্ড স্বাধীনতা লাভ করে।
১৯১৭: প্রথম মহাযুদ্ধে তুরস্কের ওসমানীয় সরকারের সেনারা ফিলিস্তিনে ইংরেজ সেনাদের কাছে পরাজিত হয়।
১৯১৭: প্রথম বিশ্বযুদ্ধে ফিল্ড মার্শাল এডমুন্ড অ্যালেনবি জেরুজালেম দখল করেন।
১৯৪১: দ্বিতীয় বিশ্বযুদ্ধে চীন প্রজাতন্ত্র, ফিলিপাইন কমনওয়েলথ, কিউবা, গুয়াতেমালা ও কোরিয়া প্রজাতন্ত্র জার্মানি ও ইতালির বিরুদ্ধে যুদ্ধ ষোষণা করে।
১৯৬১: ট্যাঙ্গানিকা ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। ১৯৬৪ সালে ট্যাঙ্গানিকার সঙ্গে যোগ দেয় জান্জিবার দ্বীপ, তখন এটি নাম নেয় ইউনাইটেড রিপাবলিক অব ট্যাঙ্গানিকা ও জান্জিবার। একই বছর নাম পাল্টে রাখে ইউনাইটেড রিপাবলিক অব তান্জানিয়া।
১৯৭১: সংযুক্ত আরব আমিরাত জাতিসংঘে যোগ দেয়।
১৯৯১: ইউরোপীয় কমিউনিটি ১৯৯৯ সালের মধ্যে অভিন্ন কেন্দ্রীয় ব্যাংক ও অভিন্ন মুদ্রা চালুর সিদ্ধান্ত নেয়।
১৯৯৭: ইসলামি সম্মেলন সংস্থার অষ্টম শীর্ষ সম্মেলন ইরানের রাজধানী হেহরানে শুরু।
জন্ম
১৭৪২: সুইডেনের বিখ্যাত রসায়নবিদ কার্ল উইলহেম শিল।
১৮৬৫: ফরাসি গণিতবিদ জাক হাদামার্দ।
১৮৮০: ঊনবিংশ শতাব্দীর খ্যাতিমান বাঙালি সাহিত্যিক ও সমাজসংস্কারক বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন।
১৯২০: ইতালীয় রাজনীতিবিদ ও প্রধানমন্ত্রী কার্লো আজেলিও চিয়াম্পি।
১৯৩৮: বীর-উত্তম খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার মীর শওকত আলী।
১৯৪১: খ্যাতনামা ইংরেজ ফুটবলার জিওফ্রে চার্লস হার্স্ট।
১৭৪৮: ফরাসি রসায়নবিদ ক্লাউড লুই বার্থোলে।
১৯৭৮: আর্জেন্টিনার পেশাদার টেনিস খেলোয়াড় গাস্তন গাউদিও।
১৯৮১: ভারতীয় মডেল ও অভিনেত্রী দিয়া মির্জা।
মৃত্যু
১৯১৬: জাপানি ঔপন্যাসিক সোসেকি নাৎসুম।
১৯৩২: ঊনবিংশ শতাব্দীর খ্যাতিমান বাঙালি সাহিত্যিক ও সমাজসংস্কারক বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন।
১৯৪১: রাশিয়ান লেখক ও দার্শনিক দিমিত্রি মেরজোকোভস্কি।
১৯৪২: উত্তর চীনের জাপানি আক্রমণবিরোধী ঘাঁটিতে আন্তর্জাতিক যোদ্ধা কোটনিস।
১৯৫৫: জার্মান গণিতবিদ হেরমান ভাইল।
দিবস
আজ রোকেয়া দিবস