7:43 pm, Sunday, 22 December 2024

বিদ্যুৎ যেভাবে আবিষ্কার হয়েছিল

  • কারুবাক
  • আপডেটের সময় : ১২:০২:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৮ ডিসেম্বর ২০২৩
  • 266 ভিউ
শেয়ার করুন
কারুবাক ডেস্ক :

বিদ্যুতের আবিষ্কারক কে—এ কথা বললে অনেকের নাম আসবে—বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, উইলিয়াম গিলবার্ট, মাইকেল ফ্যারাডে, টমাস আলভা এডিসন। এগুলোর সবই আবিষ্কার হয়েছে গত সাড়ে তিন শ বছরে। কিন্তু প্রথম বৈদ্যুতিক ঘটনা আবিষ্কার হয়েছে খিষ্ট্রের জন্মেরও আগে।

থ্যালেসকে বলা হয় পৃথিবীর প্রথম বিজ্ঞানী তিনি।

খ্রিষ্টের জন্মের ৬০০ বছর আগের কথা। থ্যালেস একদিন অ্যাম্বর নামের এক ধরনের পাথর নিয়ে কাজ করছিলেন। পাইন গাছের আঠাকে আমরা রজন বলে চিনি। এই রজনই দীর্ঘদিন মাটির নিচে পড়ে থাকলে ফসিল পাথরে পরিণত হয়।

ভারি সুন্দর সেই পাথর। বাজারে ভালো দামও আছে। এই ফসিল পাথরকেই অ্যাম্বর বলে। তো সেদিন থ্যালেস পাথর নিয়ে বসেছিলেন ওটাকে মসৃণ করার জন্য।

এজন্য তিনি রেশমি কাপড় দিয়ে ঘষছিলেন অ্যাম্বরটিকে। হঠাৎ লক্ষ করলনে ঘষা পাথরটি পাখির পালককে আকর্ষণ করছে। অনেক ভেবেচিন্তে থ্যালেস নিশ্চিত হলেন, রেশমি কাপড়ে ঘষার কারণে বিদ্যুৎ তৈরি হয়েছে অ্যাম্বরে।

বিদ্যুৎ বলে যে একটা শক্তি আছে—এই ঘটনার মাধ্যমেই সেটা আবিষ্কার হলো।

সূত্র: ব্রিটানিকা

 

#
জনপ্রিয়

বিদ্যুৎ যেভাবে আবিষ্কার হয়েছিল

আপডেটের সময় : ১২:০২:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৮ ডিসেম্বর ২০২৩
শেয়ার করুন
কারুবাক ডেস্ক :

বিদ্যুতের আবিষ্কারক কে—এ কথা বললে অনেকের নাম আসবে—বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, উইলিয়াম গিলবার্ট, মাইকেল ফ্যারাডে, টমাস আলভা এডিসন। এগুলোর সবই আবিষ্কার হয়েছে গত সাড়ে তিন শ বছরে। কিন্তু প্রথম বৈদ্যুতিক ঘটনা আবিষ্কার হয়েছে খিষ্ট্রের জন্মেরও আগে।

থ্যালেসকে বলা হয় পৃথিবীর প্রথম বিজ্ঞানী তিনি।

খ্রিষ্টের জন্মের ৬০০ বছর আগের কথা। থ্যালেস একদিন অ্যাম্বর নামের এক ধরনের পাথর নিয়ে কাজ করছিলেন। পাইন গাছের আঠাকে আমরা রজন বলে চিনি। এই রজনই দীর্ঘদিন মাটির নিচে পড়ে থাকলে ফসিল পাথরে পরিণত হয়।

ভারি সুন্দর সেই পাথর। বাজারে ভালো দামও আছে। এই ফসিল পাথরকেই অ্যাম্বর বলে। তো সেদিন থ্যালেস পাথর নিয়ে বসেছিলেন ওটাকে মসৃণ করার জন্য।

এজন্য তিনি রেশমি কাপড় দিয়ে ঘষছিলেন অ্যাম্বরটিকে। হঠাৎ লক্ষ করলনে ঘষা পাথরটি পাখির পালককে আকর্ষণ করছে। অনেক ভেবেচিন্তে থ্যালেস নিশ্চিত হলেন, রেশমি কাপড়ে ঘষার কারণে বিদ্যুৎ তৈরি হয়েছে অ্যাম্বরে।

বিদ্যুৎ বলে যে একটা শক্তি আছে—এই ঘটনার মাধ্যমেই সেটা আবিষ্কার হলো।

সূত্র: ব্রিটানিকা