মহান মুক্তিযুদ্ধ আমাদের অহংকার। প্রিয় জন্মভূমিকে মুক্ত করতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে সেদিন এ দেশের দেশপ্রেমী প্রত্যেক বাঙালি ঝাঁপিয়ে পড়েছিল পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে। দীর্ঘ নয়মাস রক্তক্ষয়ী লড়াই-সংগ্রামের মাধ্যমে আমরা অর্জন করি লাল-সবুজের পতাকা। আর একটা স্বাধীন ভূ-খণ্ড। এই সময়ে রণাঙ্গণে ঘটে যাওয়া নানা ঘটনা নিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ভিন্ন ভিন্ন স্বাদের ছয়টি গল্প নিয়ে এই গ্রন্থ। গল্পগুলো নিঃসন্দেহে দেশপ্রেমী পাঠকদের অন্তর ছুঁয়ে যাবে। গল্প পাঠের মধ্য দিয়ে তাদের মনে জেগে উঠবে দেশের প্রতি অপরিসীম ভালোবাসা। এই ভালোবাসা যুগে যুগে প্রজন্ম থেকে প্রজন্মের অন্তরে ছড়িয়ে যাক গভীর মমতায়। সেই আশাবাদ রেখে শিশু-কিশোরদের উপযোগী মুক্তিযুদ্ধবিষয়ক ছয়টি গল্পগ্রন্থের সংকলনÑ লাল রেডিওর গান।