পুরুষের পাশাপাশি নারীর অবদানে সমাজ ও দেশ এগিয়ে যাচ্ছে। পরিবারে, ঘরের বাইরে কর্মক্ষেত্রে নানাভাবে অবদান রাখছে নারী। মায়া-মমতায়, আদর-ভালোবাসায়, মেধায়, অভিজ্ঞতায়, পরিশ্রমে পরিবারকে যেমনভাবে সমৃদ্ধ করছে, আগলে রাখছে। তেমনিভাবে ঘরের বাইরে সমাজ, রাষ্ট্র, অর্থনীতিতে নারীর অবদান, ভূমিকা এবং অবস্থান ক্রমশ উজ্জ্বল হলেও আজও নারী ঘরে-বাইরে, কর্মক্ষেত্রে নানাভাবে নিগ্রহ, নির্যাতন, লাঞ্চনা ও বঞ্চনার শিকার। আমাদের চারপাশেই নিত্যদিন ঘটছে কতো ঘটনা । সামাজিক নানা বিপর্যয়, অবক্ষয় আমাদের নাড়া দেয় প্রচণ্ডভাবে। প্রতিদিন পত্রিকার পাতায়, টিভি পর্দায় ঘটমান সময়ের বিবরণ দেখতে বসে চমকে উঠছি আমরা। মূল্যবোধ, নৈতিকতা, মানবিকতা, সামাজিক অবক্ষয় ও বিপর্যয়ের ঘটনাগুলো যেকোনো বিবেকবান, হৃদয়বান মানুষকে আলোড়িত করে, বেদনার্ত করে, বিক্ষুব্ধ করে। সমকালীন প্রেক্ষাপটে তেমন কিছু ঘটনার প্রতিচিত্র ফুটে উঠেছে বইয়ের গল্পগুলোতে। গল্পগুলো পাঠক হৃদয়ে নাড়া দেবে, আশা করি ।
1:50 pm, Sunday, 22 December 2024
ধ্রুপদীর দিনরাত্রি : রেজাউল করিম খোকন
- কারুবাক
- আপডেটের সময় : ১১:০৮:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪
- 78 ভিউ
#
জনপ্রিয়