7:08 pm, Monday, 16 September 2024

রেজা সোমিনের উপন্যাস : সুজনের দেশপ্রেম

  • কারুবাক
  • আপডেটের সময় : ১০:১৯:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪
  • 14 ভিউ
শেয়ার করুন

মাতৃগর্ভে সন্তান রেখে পিতৃবিয়োগ। এ মর্মান্তিক ঘটনা একজন আদ্যোাপান্ত বাংলা সংস্কৃতির ধারক মা অপরাজিতা বসু কীভাবে সামলাবেন! যার জন্ম ত্রিপুরায় এবং স্বামী একজন বাংলাদেশি মুসলিম। গর্ভে একটু একটু করে বড় হওয়া শিশুর পিতৃত্বের অধিকার প্রতিষ্ঠায় স্বামীর ভিটা বাংলাদেশে চলে আসা এবং সুজেনের জন্ম হওয়া।
সুজন সর্বদা শাসনমুক্ত স্বাধীন প্রকৃতি নিয়ন্ত্রীত এক বিস্ময় চরিত্র। বাধনহারা মেঘের মত অবাধ স্বাধীনতা নিয়ে বড় হলেও সমাজের খারাপ কিছু তাকে স্পর্শ করতে পারেনি বরং অবাধ স্বাধীনতা তাকে মানবিকতা, সততা, পরোপকার, দেশপ্রেম শিক্ষাকে অবারিত করে দিয়েছে। সুজন এমনই এক বিস্ময় মেধার স্বাধীন বালক। আর এসবই তার সহজাত গুণ।
সুজন তার মা ভিন্ন অন্য একটি পরিবারের সাথে সঞ্চারিত হয়েছে প্রতিনিয়ত যেখানে আছে মাতৃসুলভ অঞ্জলি এবং তার ছেলে অরুনাভ।
সমাজে নিভৃতে বসবাসকারী অবহেলিত, অভিমানী এক নারী এবং তার গর্ভজাত সন্তান কীভাবে সকল সামাজিক প্রতিকূলতা, অভাব-অভিযোগকে নীরবে সহ্য করে হয়ে ওঠেন দেশপ্রেমের এক আইকন।
তারই এক অনবদ্য সুপাঠ্য শিশু-কিশোর উপন্যাস সুজনের দেশপ্রেম।

#
জনপ্রিয়

রেজা সোমিনের উপন্যাস : সুজনের দেশপ্রেম

আপডেটের সময় : ১০:১৯:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪
শেয়ার করুন

মাতৃগর্ভে সন্তান রেখে পিতৃবিয়োগ। এ মর্মান্তিক ঘটনা একজন আদ্যোাপান্ত বাংলা সংস্কৃতির ধারক মা অপরাজিতা বসু কীভাবে সামলাবেন! যার জন্ম ত্রিপুরায় এবং স্বামী একজন বাংলাদেশি মুসলিম। গর্ভে একটু একটু করে বড় হওয়া শিশুর পিতৃত্বের অধিকার প্রতিষ্ঠায় স্বামীর ভিটা বাংলাদেশে চলে আসা এবং সুজেনের জন্ম হওয়া।
সুজন সর্বদা শাসনমুক্ত স্বাধীন প্রকৃতি নিয়ন্ত্রীত এক বিস্ময় চরিত্র। বাধনহারা মেঘের মত অবাধ স্বাধীনতা নিয়ে বড় হলেও সমাজের খারাপ কিছু তাকে স্পর্শ করতে পারেনি বরং অবাধ স্বাধীনতা তাকে মানবিকতা, সততা, পরোপকার, দেশপ্রেম শিক্ষাকে অবারিত করে দিয়েছে। সুজন এমনই এক বিস্ময় মেধার স্বাধীন বালক। আর এসবই তার সহজাত গুণ।
সুজন তার মা ভিন্ন অন্য একটি পরিবারের সাথে সঞ্চারিত হয়েছে প্রতিনিয়ত যেখানে আছে মাতৃসুলভ অঞ্জলি এবং তার ছেলে অরুনাভ।
সমাজে নিভৃতে বসবাসকারী অবহেলিত, অভিমানী এক নারী এবং তার গর্ভজাত সন্তান কীভাবে সকল সামাজিক প্রতিকূলতা, অভাব-অভিযোগকে নীরবে সহ্য করে হয়ে ওঠেন দেশপ্রেমের এক আইকন।
তারই এক অনবদ্য সুপাঠ্য শিশু-কিশোর উপন্যাস সুজনের দেশপ্রেম।