2:07 pm, Sunday, 22 December 2024

ন্যাম কবিতা পুরস্কার পেলেন হাসান আল আব্দুল্লাহ

  • কারুবাক
  • আপডেটের সময় : ০১:১৮:৫৪ অপরাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪
  • 178 ভিউ
শেয়ার করুন

 কারুবাক ডেস্ক :

‘২২তম ন্যাম আন্তর্জাতিক কবিতা পুরস্কার’ পেলেন কবি ও শব্দগুচ্ছ সম্পাদক হাসান আল আব্দুল্লাহ। লেবাননে অবস্থিত ‘ন্যাম ফাউন্ডেশন’র হেডকোয়ার্টার থেকে গত ১৭ জুন সোমবার এই পুরস্কার ঘোষণা করা হয়। মোট চারটি শাখায় বিশ্বের নানা দেশের কবিদের এই পুরস্কার দেয়া হয়।

নিউইয়র্কে বসবাসরত গোপালগঞ্জের সন্তান হাসান আল আব্দুল্লাহ পুরস্কারটি পেয়েছেন ক্রিয়েটিভিটি ক্যাটাগোরিতে। এর আগে এবছর জানুয়ারি মাসে হাসানআল আব্দুল্লাহকে এই পুরস্কারের জন্যে নমিনেশন দেন পোলিশ রাইটার্স ইউনিয়নের প্রেসিডেন্ট কবি কাজিমেয়ারেজ বুরনাত। পুরস্কার পাওয়ার পর কবি ন্যাম ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান। কৃতজ্ঞতা প্রকাশ করেন কবি কাজিমেয়ারেজ বুরনাতের প্রতিও।উল্লেখ্য, কবি হাসানআল আব্দুল্লাহ ইতিপূর্বে আরো দুটি আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন। ২০১৬ সালে পেয়েছেন হোমার ইয়োরোপিয় কবিতা পুরস্কার ও ২০২১ সালে পেয়েছেন ক্লেমেন্স জেনেস্কি কবিতা পুরস্কার। তাছাড়া তিনি নিউইয়র্ক কালচারাল এফেয়ার্স থেকে পেয়েছেন অনুবাদ গ্রান্ট (২০১৯), নতুন ধারার স্বতন্ত্র সনেটের জন্যে লেবুভাই ফাউন্ডেশন পুরস্কার (২০১৩), পুশকার্ট নমিনেশন ও ২০০৭ সালে তিনি কুইন্স পোরো পোয়েট লরিয়েট ফাইনালিস্ট-এর গৌরব অর্জন করেন।হাসানআল আব্দুল্লাহ ‘শব্দগুচ্ছ’ কবিতা পত্রিকা সম্পাদক ও নিউইয়র্ক সিটি হাইস্কুলের গণিত ও কম্পিউটার বিষয়ে সিনিয়র শিক্ষক। ন্যাম ফাউন্ডেশন থেকে প্রকাশিত হবে তার যুদ্ধ বিরোধী দ্বিভাষিক কাব্যগ্রন্থ ‘দ্যা স্ক্যাটার্ড ডিসপ্লে অব লিমপস’।

#
জনপ্রিয়

ন্যাম কবিতা পুরস্কার পেলেন হাসান আল আব্দুল্লাহ

আপডেটের সময় : ০১:১৮:৫৪ অপরাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪
শেয়ার করুন

 কারুবাক ডেস্ক :

‘২২তম ন্যাম আন্তর্জাতিক কবিতা পুরস্কার’ পেলেন কবি ও শব্দগুচ্ছ সম্পাদক হাসান আল আব্দুল্লাহ। লেবাননে অবস্থিত ‘ন্যাম ফাউন্ডেশন’র হেডকোয়ার্টার থেকে গত ১৭ জুন সোমবার এই পুরস্কার ঘোষণা করা হয়। মোট চারটি শাখায় বিশ্বের নানা দেশের কবিদের এই পুরস্কার দেয়া হয়।

নিউইয়র্কে বসবাসরত গোপালগঞ্জের সন্তান হাসান আল আব্দুল্লাহ পুরস্কারটি পেয়েছেন ক্রিয়েটিভিটি ক্যাটাগোরিতে। এর আগে এবছর জানুয়ারি মাসে হাসানআল আব্দুল্লাহকে এই পুরস্কারের জন্যে নমিনেশন দেন পোলিশ রাইটার্স ইউনিয়নের প্রেসিডেন্ট কবি কাজিমেয়ারেজ বুরনাত। পুরস্কার পাওয়ার পর কবি ন্যাম ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান। কৃতজ্ঞতা প্রকাশ করেন কবি কাজিমেয়ারেজ বুরনাতের প্রতিও।উল্লেখ্য, কবি হাসানআল আব্দুল্লাহ ইতিপূর্বে আরো দুটি আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন। ২০১৬ সালে পেয়েছেন হোমার ইয়োরোপিয় কবিতা পুরস্কার ও ২০২১ সালে পেয়েছেন ক্লেমেন্স জেনেস্কি কবিতা পুরস্কার। তাছাড়া তিনি নিউইয়র্ক কালচারাল এফেয়ার্স থেকে পেয়েছেন অনুবাদ গ্রান্ট (২০১৯), নতুন ধারার স্বতন্ত্র সনেটের জন্যে লেবুভাই ফাউন্ডেশন পুরস্কার (২০১৩), পুশকার্ট নমিনেশন ও ২০০৭ সালে তিনি কুইন্স পোরো পোয়েট লরিয়েট ফাইনালিস্ট-এর গৌরব অর্জন করেন।হাসানআল আব্দুল্লাহ ‘শব্দগুচ্ছ’ কবিতা পত্রিকা সম্পাদক ও নিউইয়র্ক সিটি হাইস্কুলের গণিত ও কম্পিউটার বিষয়ে সিনিয়র শিক্ষক। ন্যাম ফাউন্ডেশন থেকে প্রকাশিত হবে তার যুদ্ধ বিরোধী দ্বিভাষিক কাব্যগ্রন্থ ‘দ্যা স্ক্যাটার্ড ডিসপ্লে অব লিমপস’।