1:56 pm, Sunday, 22 December 2024

স্বকাল শিশুসাহিত্য পুরস্কার পাচ্ছেন কবি রমজান মাহমুদ

  • কারুবাক
  • আপডেটের সময় : ০৫:৪৪:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০২৪
  • 334 ভিউ
শেয়ার করুন

কারুবাক প্রতিবেদক :

খ্যাতিমান কবি ও শিশুসাহিত্যিক রমজান মাহমুদ লাভ করেছেন স্বকাল শিশুসাহিত্য পুরস্কার ২০২৩। সম্প্রতি কারুবাক প্রকাশনী থেকে প্রকাশিত তার ‘আলোর খেলা’ বইটির জন্য তিনি এ পুরস্কার লাভ করেন। উল্লেখ্য, কারুবাক প্রকাশনী থেকে ইতোপূর্বে প্রকাশিত ‘থোকায় থোকায় স্বপ্ন জ্বলে’ কিশোরকবিতা গ্রন্থের জন্য সৈয়দ শামসুল হক শিশুসাহিত্য পুরস্কার, একই প্রকাশনী থেকে প্রকাশিত ‘আনন্দবাগান’ কিশোরকবিতা গ্রন্থের জন্য লাভ করেছেন ঢাকা ব্যাংক আনন্দ আলো শিশুসাহিত্য পুরস্কার। কারুবাক থেকে প্রকাশিত কবি রমজান মাহমুদের ৩টি কিশোরকবিতার বইয়ের ৩টিতেই পুরস্কার পেলেন।

কিশোর কাগজ ও ছড়ার কাগজ সম্পাদক রমজান মাহমুদ ইতোপূর্বে পেয়েছেন অগ্রণী ব্যাংক বাংলাদেশ শিশু একাডেমি শিশুসাহিত্য পুরস্কার (১৪১৪ বঙ্গাব্দ), এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ সম্মাননা (২০১১), কুঁড়ি পত্রিকা সম্মাননা (বগুড়া), (২০২৩), বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমি সম্মাননা (২০২৩), ম্যাজিক লণ্ঠন কবিতা সম্মাননা (২০২৩), ফ্রেন্ডস অব হিউম্যানিটি অ্যাওয়ার্ড (২০২৩), সৈয়দ শামসুল হক শিশুসাহিত্য পুরস্কার (২০২৩), ঢাকা ব্যাংক আনন্দ আলো শিশুসাহিত্য পুরস্কার (২০২৪)।

রমজান মাহমুদ বাংলা একাডেমির জীবন সদস্য, চট্টগ্রাম একাডেমির পরিচালক, বাংলাদেশ  ছড়া একাডেমির পরিচালক, ম্যাজিক লণ্ঠন-এর নির্বাহী সম্পাদক, বাংলাদেশ লিমেরিক সোসাইটির সাধারণ সম্পাদক, অক্ষর সাহিত্য গোষ্ঠীর পরিচালক, ঢাকা সাহিত্য পরিষদের আজীবন সদস্য ও উপদেষ্টা, কক্সবাজার সাহিত্য একাডেমির জীবন সদস্য।

রমজান মাহমুদ জন্মগ্রহণ করেন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পাইন্দং গ্রামে ১০ নভেম্বর ১৯৭১ তারিখে।

রমজান মাহমুদের প্রকাশিত বই ২০টি। তন্মধ্যে চিৎপটাং, একশো লিমেরিক, তালবেতাল, অদলবদল, রঙবেরঙ, আনন্দবাগান, নূপুর বাজে দুপুর সাঁঝে, জগৎ জুড়ে আলোর মেলা, বাঁচার লড়াই, ডিম আগে না মুরগি আগে, যখন যেমন তখন তেমন, মিলঅমিল, গাছবন্ধু, পিঁপড়া ও শিপরা, নাদুসনুদুস, টানাটানি, ধুমধাম, ছড়াসমগ্র (প্রথম খণ্ড) ইত্যাদি।

সম্পাদনা করেন ছড়ার কাগজ, কিশোর কাগজ, লিমেরিক, ছড়া পড়ি জীবন গড়ি ইত্যাদি।

স্বকাল শিশুসাহিত্য সংসদ, চট্টগ্রাম প্রবর্তিত স্বকাল শিশুসাহিত্য পুরস্কার ২০২৩ গত ২ জুন ২০২৪ তারিখ ঘোষণা করা হয়েছে।  এই বছর পদ্য শাখায় ‘আলোর খেলা’ কিশোরকবিতা গ্রন্থের জন্য কবি ও শিশুসাহিত্যিক রমজান মাহমুদ এবং গদ্য শাখায় ‘কাজল পাখি  কিশোর উপন্যাসের জন্য শিশুসাহিত্যিক কাসেম আলী রানা এই পুরস্কার পাচ্ছেন।

চট্টগ্রাম একাডেমিতে বিশিষ্ট কবি ও শিশুসাহিত্যিক রাশেদ রউফ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সম্মানিত বিচারকদের প্রদত্ত নম্বরের ভিত্তিতে পুরস্কার ঘোষণা করা হয়। সভায় উপস্থিত ছিলেন স্বকালের পরিচালক শিশুসাহিত্যিক অরুণ শীল, স্বকাল পরিচালনা পর্ষদ সদস্যদের মধ্যে কবি আজিজ রাহমান, কবি আবুল কালাম বেলাল, কবি অমিত বড়ুয়া এবং গল্পকার ইফতেখার মারুফ। আগামী মাসে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই পুরস্কার প্রদান করা হবে। পুরস্কার হিসেবে দেওয়া হবে নগদ সম্মানী, ক্রেস্ট এবং সনদ।

কবি রমজান মাহমুদকে কারুবাক-এর পক্ষে থেকে শুভেচ্ছা।

#
জনপ্রিয়

স্বকাল শিশুসাহিত্য পুরস্কার পাচ্ছেন কবি রমজান মাহমুদ

আপডেটের সময় : ০৫:৪৪:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০২৪
শেয়ার করুন

কারুবাক প্রতিবেদক :

খ্যাতিমান কবি ও শিশুসাহিত্যিক রমজান মাহমুদ লাভ করেছেন স্বকাল শিশুসাহিত্য পুরস্কার ২০২৩। সম্প্রতি কারুবাক প্রকাশনী থেকে প্রকাশিত তার ‘আলোর খেলা’ বইটির জন্য তিনি এ পুরস্কার লাভ করেন। উল্লেখ্য, কারুবাক প্রকাশনী থেকে ইতোপূর্বে প্রকাশিত ‘থোকায় থোকায় স্বপ্ন জ্বলে’ কিশোরকবিতা গ্রন্থের জন্য সৈয়দ শামসুল হক শিশুসাহিত্য পুরস্কার, একই প্রকাশনী থেকে প্রকাশিত ‘আনন্দবাগান’ কিশোরকবিতা গ্রন্থের জন্য লাভ করেছেন ঢাকা ব্যাংক আনন্দ আলো শিশুসাহিত্য পুরস্কার। কারুবাক থেকে প্রকাশিত কবি রমজান মাহমুদের ৩টি কিশোরকবিতার বইয়ের ৩টিতেই পুরস্কার পেলেন।

কিশোর কাগজ ও ছড়ার কাগজ সম্পাদক রমজান মাহমুদ ইতোপূর্বে পেয়েছেন অগ্রণী ব্যাংক বাংলাদেশ শিশু একাডেমি শিশুসাহিত্য পুরস্কার (১৪১৪ বঙ্গাব্দ), এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ সম্মাননা (২০১১), কুঁড়ি পত্রিকা সম্মাননা (বগুড়া), (২০২৩), বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমি সম্মাননা (২০২৩), ম্যাজিক লণ্ঠন কবিতা সম্মাননা (২০২৩), ফ্রেন্ডস অব হিউম্যানিটি অ্যাওয়ার্ড (২০২৩), সৈয়দ শামসুল হক শিশুসাহিত্য পুরস্কার (২০২৩), ঢাকা ব্যাংক আনন্দ আলো শিশুসাহিত্য পুরস্কার (২০২৪)।

রমজান মাহমুদ বাংলা একাডেমির জীবন সদস্য, চট্টগ্রাম একাডেমির পরিচালক, বাংলাদেশ  ছড়া একাডেমির পরিচালক, ম্যাজিক লণ্ঠন-এর নির্বাহী সম্পাদক, বাংলাদেশ লিমেরিক সোসাইটির সাধারণ সম্পাদক, অক্ষর সাহিত্য গোষ্ঠীর পরিচালক, ঢাকা সাহিত্য পরিষদের আজীবন সদস্য ও উপদেষ্টা, কক্সবাজার সাহিত্য একাডেমির জীবন সদস্য।

রমজান মাহমুদ জন্মগ্রহণ করেন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পাইন্দং গ্রামে ১০ নভেম্বর ১৯৭১ তারিখে।

রমজান মাহমুদের প্রকাশিত বই ২০টি। তন্মধ্যে চিৎপটাং, একশো লিমেরিক, তালবেতাল, অদলবদল, রঙবেরঙ, আনন্দবাগান, নূপুর বাজে দুপুর সাঁঝে, জগৎ জুড়ে আলোর মেলা, বাঁচার লড়াই, ডিম আগে না মুরগি আগে, যখন যেমন তখন তেমন, মিলঅমিল, গাছবন্ধু, পিঁপড়া ও শিপরা, নাদুসনুদুস, টানাটানি, ধুমধাম, ছড়াসমগ্র (প্রথম খণ্ড) ইত্যাদি।

সম্পাদনা করেন ছড়ার কাগজ, কিশোর কাগজ, লিমেরিক, ছড়া পড়ি জীবন গড়ি ইত্যাদি।

স্বকাল শিশুসাহিত্য সংসদ, চট্টগ্রাম প্রবর্তিত স্বকাল শিশুসাহিত্য পুরস্কার ২০২৩ গত ২ জুন ২০২৪ তারিখ ঘোষণা করা হয়েছে।  এই বছর পদ্য শাখায় ‘আলোর খেলা’ কিশোরকবিতা গ্রন্থের জন্য কবি ও শিশুসাহিত্যিক রমজান মাহমুদ এবং গদ্য শাখায় ‘কাজল পাখি  কিশোর উপন্যাসের জন্য শিশুসাহিত্যিক কাসেম আলী রানা এই পুরস্কার পাচ্ছেন।

চট্টগ্রাম একাডেমিতে বিশিষ্ট কবি ও শিশুসাহিত্যিক রাশেদ রউফ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সম্মানিত বিচারকদের প্রদত্ত নম্বরের ভিত্তিতে পুরস্কার ঘোষণা করা হয়। সভায় উপস্থিত ছিলেন স্বকালের পরিচালক শিশুসাহিত্যিক অরুণ শীল, স্বকাল পরিচালনা পর্ষদ সদস্যদের মধ্যে কবি আজিজ রাহমান, কবি আবুল কালাম বেলাল, কবি অমিত বড়ুয়া এবং গল্পকার ইফতেখার মারুফ। আগামী মাসে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই পুরস্কার প্রদান করা হবে। পুরস্কার হিসেবে দেওয়া হবে নগদ সম্মানী, ক্রেস্ট এবং সনদ।

কবি রমজান মাহমুদকে কারুবাক-এর পক্ষে থেকে শুভেচ্ছা।