কারুবাক প্রতিবেদক :
কবি কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আগামী ২১ মে মঙ্গলবার বিকাল ৫ টায় পারফর্মিং আর্ট সেন্টারের উদ্যোগে জাতীয় জাদুঘর বেগম ফজিলাতুদ্রেহা মুজিব মিলনায়তনে দেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী ফেরদৌস আরার একক নজরুল সঙ্গীতানুষ্ঠান আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে অতিথি থাকবেন কবি নজরুল ইন্সটিটিউট ট্রাস্টি বোর্ডের সভাপতি খায়রুল আনাম শাকিল, কবি নজরুল ইন্সটিটিউটের নির্বাহী পরিচালক এ এফ এম হায়াতুল্লাহ, ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার ভারতীয় দূতাবাস, ঢাকা এর পরিচালক জনাব মৃন্ময় চক্রবর্তী।
অনুষ্ঠানটির আয়োজক হিসেবে থাকছেন প্রখ্যাত কবি রেজাউদ্দিন স্টালিন, সভাপতি, পারফর্মিং আর্ট সেন্টার।