5:38 am, Thursday, 19 September 2024

ভোলায় স্কুলে ক্লাস চলাকালে অসুস্থ ৩১ শিক্ষার্থী

  • কারুবাক
  • আপডেটের সময় : ০৩:৩৫:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪
  • 56 ভিউ
শেয়ার করুন

 

 ভোলা প্রতিনিধি :

বিদ্যালয়ের শ্রেণিকক্ষে চলছিল গণিত ক্লাস। হঠাৎ একে একে অসুস্থ হয়ে পড়ে কয়েকজন শিক্ষার্থী। আর তাদের ধরতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে অন্য শিক্ষার্থীরাও। পরে তাদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাটি ভোলা সদর উপজেলার পশ্চিম চরপাতা মাধ্যমিক বিদ্যালয়ে।

সরেজমিনে গিয়ে জানা গেছে, মঙ্গলবার দুপুরে অষ্টম শ্রেণির গণিত ক্লাস চলাকালীন হঠাৎ এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। তাকে সাহায্য করতে অন্যান্য শিক্ষার্থীরা এগিয়ে এলে তারাও অসুস্থ হতে শুরু করে। একে একে ওই বিদ্যালয়ে বিভিন্ন শ্রেণির ৩১ শিক্ষার্থী অসুস্থ হয়ে ভোলা সদর হাসপাতালে ভর্তি হয়।

বিদ্যালয়ের মিম, সিয়াম, সুমাইয়াসহ একাধিক শিক্ষার্থী জানায়, হঠাৎ জিহাদ নামের এক ছাত্রের আঙুলে কলমের আঘাত লেগে রক্ত বের হতে থাকে। এতে চিৎকার করতে করতে অজ্ঞান হয়ে যায় সে। এসময় তার দেখাদেখি আরও দুজন চিৎকার করতে থাকে। এভাবে একে একে আরও ১৬ ছাত্রছাত্রী অসুস্থ হলে তাদের ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া বাড়ি গিয়েও অসুস্থ হয়ে পড়ে আরও ১৪ জন।

শিক্ষার্থীদের অভিভাবক জান্নাতুল ফেরদৌস ও মো. শামিমসহ অন্যান্যরা জানান, বিদ্যালয় ছুটির পর তাদের সন্তানরা বাড়ি এসে এসব বিষয়ে বলে। এর কিছুক্ষণ পর হঠাৎ তারাও চিৎকার করে অস্বাভাবিক আচরণ করতে থাকে। পরে তাদেরও হাসপাতালে ভর্তি করা হয়।

ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম বলেন, একজনের দেখাদেখি প্রথমে তিনজন, একে একে বিভিন্ন শ্রেণির ১৬ জন অসুস্থ হলে বিদ্যালয় ছুটি দিয়ে অসুস্থ শিক্ষার্থীদের হাসপাতালে আনা হয়। আর বাড়ি গিয়ে আরও ১৪ জন অসুস্থ হলে তাদেরও হাসপাতালে ভর্তি করা হয়।

বর্তমানে তার বিদ্যালয়ের মোট ৩১ শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানান তিনি।

ভোলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মু. মনিরুল ইসলাম আতঙ্কিত না হওয়ার জন্য অনুরোধ করে জানান, শিক্ষার্থীরা সাইকোজনিক ইলনেস বা গণমনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত হয়েছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে, দ্রুত সুস্থ হবে সবাই।

 

#
জনপ্রিয়

ভোলায় স্কুলে ক্লাস চলাকালে অসুস্থ ৩১ শিক্ষার্থী

আপডেটের সময় : ০৩:৩৫:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪
শেয়ার করুন

 

 ভোলা প্রতিনিধি :

বিদ্যালয়ের শ্রেণিকক্ষে চলছিল গণিত ক্লাস। হঠাৎ একে একে অসুস্থ হয়ে পড়ে কয়েকজন শিক্ষার্থী। আর তাদের ধরতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে অন্য শিক্ষার্থীরাও। পরে তাদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাটি ভোলা সদর উপজেলার পশ্চিম চরপাতা মাধ্যমিক বিদ্যালয়ে।

সরেজমিনে গিয়ে জানা গেছে, মঙ্গলবার দুপুরে অষ্টম শ্রেণির গণিত ক্লাস চলাকালীন হঠাৎ এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। তাকে সাহায্য করতে অন্যান্য শিক্ষার্থীরা এগিয়ে এলে তারাও অসুস্থ হতে শুরু করে। একে একে ওই বিদ্যালয়ে বিভিন্ন শ্রেণির ৩১ শিক্ষার্থী অসুস্থ হয়ে ভোলা সদর হাসপাতালে ভর্তি হয়।

বিদ্যালয়ের মিম, সিয়াম, সুমাইয়াসহ একাধিক শিক্ষার্থী জানায়, হঠাৎ জিহাদ নামের এক ছাত্রের আঙুলে কলমের আঘাত লেগে রক্ত বের হতে থাকে। এতে চিৎকার করতে করতে অজ্ঞান হয়ে যায় সে। এসময় তার দেখাদেখি আরও দুজন চিৎকার করতে থাকে। এভাবে একে একে আরও ১৬ ছাত্রছাত্রী অসুস্থ হলে তাদের ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া বাড়ি গিয়েও অসুস্থ হয়ে পড়ে আরও ১৪ জন।

শিক্ষার্থীদের অভিভাবক জান্নাতুল ফেরদৌস ও মো. শামিমসহ অন্যান্যরা জানান, বিদ্যালয় ছুটির পর তাদের সন্তানরা বাড়ি এসে এসব বিষয়ে বলে। এর কিছুক্ষণ পর হঠাৎ তারাও চিৎকার করে অস্বাভাবিক আচরণ করতে থাকে। পরে তাদেরও হাসপাতালে ভর্তি করা হয়।

ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম বলেন, একজনের দেখাদেখি প্রথমে তিনজন, একে একে বিভিন্ন শ্রেণির ১৬ জন অসুস্থ হলে বিদ্যালয় ছুটি দিয়ে অসুস্থ শিক্ষার্থীদের হাসপাতালে আনা হয়। আর বাড়ি গিয়ে আরও ১৪ জন অসুস্থ হলে তাদেরও হাসপাতালে ভর্তি করা হয়।

বর্তমানে তার বিদ্যালয়ের মোট ৩১ শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানান তিনি।

ভোলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মু. মনিরুল ইসলাম আতঙ্কিত না হওয়ার জন্য অনুরোধ করে জানান, শিক্ষার্থীরা সাইকোজনিক ইলনেস বা গণমনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত হয়েছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে, দ্রুত সুস্থ হবে সবাই।