নিজস্ব প্রতিবেদন
খ্যাতিমান কবি ও শিশুসাহিত্যিক রমজান মাহমুদ পাচ্ছেন ঢাকা ব্যাংক-আনন্দ আলো সাহিত্য পুরস্কার ২০২৪। সম্প্রতি কারুবাক প্রকাশনী থেকে প্রকাশিত তার ‘আনন্দবাগান’ বইটির জন্য তিনি এ পুরস্কার লাভ করেছেন।
উল্লেখ্য, কারুবাক থেকে ইতোপূর্বে প্রকাশিত ‘থোকায় থোকায় স্বপ্ন জ্বলে’ বইয়ের জন্যও তিনি লাভ করেছেন সৈয়দ শামসুল হক শিশুসাহিত্য পুরস্কার ২০২৩।
কিশোর কাগজ সম্পাদক রমজান মাহমুদ ইতোপূর্বে পেয়েছেন অগ্রণী ব্যাংক বাংলাদেশ শিশু একাডেমি শিশুসাহিত্য পুরস্কার (১৪১৪ বঙ্গাব্দ), এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ সম্মাননা (২০১১), কুঁড়ি পত্রিকা সম্মাননা (বগুড়া), (২০২৩), বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমি সম্মাননা (২০২৩), ম্যাজিক লণ্ঠন কবিতা সম্মাননা (২০২৩), ফ্রেন্ডস অব হিউম্যানিটি অ্যাওয়ার্ড (২০২৩)।
রমজান মাহমুদ বাংলা একাডেমির জীবন সদস্য, চট্টগ্রাম একাডেমির পরিচালক, বাংলাদেশ ছড়া একাডেমির পরিচালক, ছড়ার কাগজ-এর সম্পাদক, ম্যাজিক লণ্ঠন-এর নির্বাহী সম্পাদক, বাংলাদেশ লিমেরিক সোসাইটির সাধারণ সম্পাদক।
পুরস্কার পাওয়ার খবরে রমজান মাহমুদ প্রতিক্রিয়ায় বলেন, ‘এ পুরস্কার আমার লেখালিখিতে প্রেরণা যোগাবে। লেখালিখির জগৎ যদিও একান্ত নিজের, কিন্তু পুরস্কার একজন লেখককে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’ তিনি পুরস্কার প্রক্রিয়া প্রবর্তনের জন্য আনন্দ আলো কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং বইটি প্রকাশের জন্য কারুবাক প্রকাশনীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।