অনলাইন ডেস্ক :
সাময়িক সার্ভার ত্রুটির পর আবারও সয়ংক্রিয় হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। প্রায় এক ঘণ্টা বন্ধ থাকার পর সচল হয়েছে। ম্যাসেঞ্জার ও ইনস্টাগ্রামেও সমস্যা দেখা যাচ্ছে না।
মঙ্গলবার (৫ মার্চ) রাত সোয়া ৯টার দিকে দেশের বিভিন্ন জায়গা থেকে একযোগে ফেসবুক লাগআউট এবং সেশন আউট হয়ে যায় বলে অনেকে জানিয়েছেন।
এরপর রাত ১০টা ২৩ মিনিটে আবারও সচল হয় ফেসবুক।
তবে কী কারণে এমন সমস্যা তৈরি হয়েছে তা জানা যায়নি। ফেসবুকের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।