কারুবাক প্রতিবেদন
আমর একুশে বইমেলায় আজ সোমবার (১২ফেব্রুয়ারি) মুজিবুল বারীর ‘কাঁদে মন’ কাব্য গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়। কারুবাক স্টলের সামনে (স্টল নং ৪৩৩) মোড়ক উন্মেচন করেন এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী, মডেল, লাক্স চ্যনেল আই সুপার স্টার জাকিয়া বারী মম। এসময় মমকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কারুবাকের প্রকাশক গোলাম কিবরিয়া। জাকিয়া বারী মম তার বাবার লেখা বই থেকে একটি কবিতা পাঠ করে। স্টলে প্রবেশের পর বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা তাকে ঘিরে ধরে। মিডিয়ার সাথে বাবার বই নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন। এসময় অভিনেত্রী বেশ কিছুক্ষণ বাবার বই বিক্রি করে। বিকাল ৪টা থেকে ৬টা পর্যন্ত স্টলে অবস্থান করেন। পাঠকের কাছে বই কেনার আবেদন জানান।